রুপসীবাংলা, ঢাকা (২৩ নভেম্বর) :দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সাধারণ সূচক ও লেনদেনের ব্যাপক পতন হয়েছে। গতসপ্তাহে ডিএসইর সাধারণ সূচক কমেছে ২২২ দশমিক ১৩ পয়েন্ট এবং লেনদেন কমেছে ৪দশমিক ৩৮ শতাংশ।
আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইরসাধারণ সূচক ছিল ৪ হাজার ৩৬৫ দশমিক ৬৮ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবারসূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৪৩ দশমিক ৫৬ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহেরব্যবধানে সূচক কমেছে ২২২ দশমিক ১৩ পয়েন্ট বা ৫ দশমিক ০৯ শতাংশ।
অন্যদিকে, গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসইর সূচক ও লেনদেন কমেছে। এছাড়া কমেছেডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডেরইউনিটের দাম।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ৪ দশমিক ৩৮শতাংশ। লেনদেন হয়েছে মোট ১ হাজার ৩৬১ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ২৪ টাকা। এরআগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪২৪ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৩৮৫ টাকা।
গতসপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র২৯টির, কমেছে ২৪৬টির ও অপরিবর্তিত ছিল ৪টির দাম। কোনো লেনদেন হয়নি ৫টিপ্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দামবেড়েছিল ১১৫টির, কমেছিল ১৫৬টির ও অপরিবর্তিত ছিল ৭টির দাম। কোনো লেনদেনহয়নি ৬টি প্রতিষ্ঠানের।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, মোট ৫ কার্যদিবসের দৈনিক গড় লেনদেনও কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায়২৭২ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার ৫ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ২৮৪ কোটি৮৬ লাখ ৮২ হাজার ৬৭৭ টাকা । অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড়লেনদেন কমেছে ৪ দশমিক ৩৮ শতাংশ।
এছাড়া ডিএসইতে বেড়েছে শেয়ারলেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯ কোটি ১৪ লাখ ৭২ হাজার ১৬টিশেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ৩৭ কোটি ৯৭ লাখ৯৩ হাজার ৩২৭ টি। সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন বেড়েছে ৩ দশমিক ০৮ শতাংশ।
সাপ্তাহিকদাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- সায়হাম কটন মিল (১৩দশমিক ৮০ শতাংশ দাম বাড়ে), সমরিতা হাসপাতাল (১০ দশমিক ৫০ শতাংশ), সিএমসিকামাল (১০ দশমিক ১২ শতাংশ), জুট স্পিনার্ (৮ দশমিক ৯৬ শতাংশ), আলহাজটেক্সটাইল (৭ দশমিক ২৬ শতাংশ), সায়হাম টেক্সটাইল (৭ দশমিক ১৬ শতাংশ), আনলিমা ইয়ার্ (৬ দশমিক ২২ শতাংশ), সাফকো স্পিনার্ (৬ দশমিক ১২ শতাংশ), তাল্লু স্পিনিং (৫ দশমিক ৮৫ শতাংশ) এবং সোনারগাঁও টেক্সটাইল (৪ দশমিক ৬৩শতাংশ)।
অন্যদিকে, সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষকোম্পানিগুলো হলো- ইস্টার্ন হাউজিং (১৭ দশমিক ৭০ শতাংশ দাম কমেছে), পাওয়ারগ্রিড (১৭ দশমিক ২৩ শতাংশ), সিভিও পেট্রোকেমিকেল (১৬ দশমিক ৯৮ শতাংশ), আফতাব অটোমোবাইল (১৬ দশমিক ১৯ শতাংশ), মেট্রো স্পিনিং (১৬ দশমিক ০৯ শতাংশ), ফুওয়াং ফুড (১৫ দশমিক ৪১ শতাংশ), স্টান্ডার্ড সিরামিকস (১৫ দশমিক ৩৬শতাংশ), গ্লোবাল ইন্সুরেন্স (১৪ দশমিক ৯৬ শতাংশ), ড্যাফোডিল কম্পিউটারস (১৪দশমিক ৯০ শতাংশ) এবং মিরাকেল ইন্ডাস্ট্রিজ (১৪ দশমিক ৩৮ শতাংশ)।
নিউজরুম