দ্বিশতক গড়লেন ডানহাতি ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৮৭ (৯১.১ ওভার)

0
219
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, স্পোর্টস ডেস্ক :খুলনায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষেক্যারিয়ারের প্রথম দ্বিশতক গড়লেন ডানহাতি ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসলাঞ্চের পরই এ মাইলফলকে পৌঁছান তিনিএর আগে ড্যারেন ব্রাভো মাঠ ছাড়লেও তারসঙ্গে ৩২৬ রানের জুটি গড়েন স্যামুয়েলসএকই সঙ্গে প্রথম ইনিংসে বাংলাদেশেরগড়া ৩৮৭ রানের জবাবে লিড নেয়ার পথে ওয়েস্ট ইন্ডিজ১১৯ ওভারে ৩ উইকেটহারিয়ে তাদের সংগ্রহ ৩৮৬ রান

দ্বিতীয়দিন ৪৩ রানের মধ্যে ২ উইকেট হারালে ব্রাভো-স্যামুয়েলস জুটি ‍হাল ধরেঅবশেষে তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে সোহাগ গাজীর বলে এলবিডব্লিউশিকার হন ব্রাভোক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক গড়ে ব্যক্তিগত ১২৭ রানে মাঠছাড়েন তিনি

স্যামুয়েলস ৩২৯ বল খেলে ২০০ রান অর্জন করেন২০১ রানেঅপরাজিত এ ক্যারিবীয়কে অপর প্রান্তে সঙ্গ দিচ্ছেন শিবনারায়ন চন্দরপল, রানে অপরাজিত তিনি

প্রথম ইনিংসে ৩৮৭ রান করে বাংলাদেশ ৪৩ রানেরমধ্যে ক্যারিবীয়দের ২ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনারচেষ্টা করেকিন্তু ব্রাভো-স্যামুয়েলস জুটি সেই চেষ্টায় শক্ত বাঁধা হয়েদাঁড়ায়

 

শেয়ার করুন