রুপসীবাংলা, স্পোর্টস ডেস্ক :খুলনায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষেক্যারিয়ারের প্রথম দ্বিশতক গড়লেন ডানহাতি ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস।লাঞ্চের পরই এ মাইলফলকে পৌঁছান তিনি। এর আগে ড্যারেন ব্রাভো মাঠ ছাড়লেও তারসঙ্গে ৩২৬ রানের জুটি গড়েন স্যামুয়েলস। একই সঙ্গে প্রথম ইনিংসে বাংলাদেশেরগড়া ৩৮৭ রানের জবাবে লিড নেয়ার পথে ওয়েস্ট ইন্ডিজ। ১১৯ ওভারে ৩ উইকেটহারিয়ে তাদের সংগ্রহ ৩৮৬ রান।
দ্বিতীয়দিন ৪৩ রানের মধ্যে ২ উইকেট হারালে ব্রাভো-স্যামুয়েলস জুটি হাল ধরে।অবশেষে তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে সোহাগ গাজীর বলে এলবিডব্লিউ’রশিকার হন ব্রাভো। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক গড়ে ব্যক্তিগত ১২৭ রানে মাঠছাড়েন তিনি।
স্যামুয়েলস ৩২৯ বল খেলে ২০০ রান অর্জন করেন। ২০১ রানেঅপরাজিত এ ক্যারিবীয়কে অপর প্রান্তে সঙ্গ দিচ্ছেন শিবনারায়ন চন্দরপল, ৬রানে অপরাজিত তিনি।
প্রথম ইনিংসে ৩৮৭ রান করে বাংলাদেশ ৪৩ রানেরমধ্যে ক্যারিবীয়দের ২ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনারচেষ্টা করে। কিন্তু ব্রাভো-স্যামুয়েলস জুটি সেই চেষ্টায় শক্ত বাঁধা হয়েদাঁড়ায়।