রুপসীবাংলা, কুড়িগ্রাম (২৩ নভেম্বর) কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও বিটিভির জেলা প্রতিনিধি আহসান হাবীব নীলু এবং দৈনিক ইনকিলাব ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি সফিকুল ইসলাম বেবুকে থানায় নিয়ে ২১ ঘণ্টা আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ফেইস বুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি আপলোড করার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে এ সাংবাদিকদের ছেড়ে দেয় কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানান, সাংবাদিকদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার দিনগত রাত ১টার দিকে ওই দুই সাংবাদিককে আটক করে পুলিশ ।এরপর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে ৪ ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের ছেড়ে দেয় পুলিশ।
নিউজরুম,