মেডিকেল কলেজগুলোর ভর্তি কেন্দ্রীয়ভাবে নেওয়া হলে হয়রানি কমবে: দাবী স্বাস্থ্যমন্ত্রীর

0
171
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (২৩ নভেম্বর) : বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলকলেজগুলোর ভর্তি কেন্দ্রীয়ভাবে নেওয়া হলে শিক্ষার্থীদের হয়রানি কমবে বলেমনে করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক

মন্ত্রী বলেন, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলাদা আলাদা ভর্তিপরীক্ষা দেওয়াশিক্ষার্থীদের জন্যে হয়রানিএ ভর্তিপদ্ধতি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করারউপায় আমাদের ভাবতে হবেবিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলকলেজগুলোতে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিলে শিক্ষার্থীদের হয়রানি কমবে

শুক্রবার২০১২-১৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষারকেন্দ্র পরিদর্শন শেষে ঢাকা কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন

মন্ত্রী জানান, সুষ্ঠুভাবে ভর্তিপরীক্ষা সম্পন্ন হয়েছেপ্রশ্ন নিয়ে কোনো ধরনের অভিযোগ তিনি জানতে পারেননি

মেডিকেলেচলতি শিক্ষাবর্ষে ভর্তিপরীক্ষার বদলে জিপিএর ভিত্তিতে ভর্তি নেওয়ারসিদ্ধান্ত যৌক্তিক ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “এটি বিতর্কিত বিষয়

তবে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক পর্যন্ত ১২ বছরের শিক্ষার মূল্যায়ণ করা উচিত বলে মত দেন তিনি

এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলোতেও তিনি মতবিনিময় করবেন বলে জানান

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ৩৩টি পরীক্ষাকেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়

দেশেরসব সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এবার আট হাজার ৪৯৩টি আসনেরবিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৫৮ হাজার ৭২৩ জন শিক্ষার্থী

২২টি সরকারিমেডিকেল কলেজে দুই হাজার ৮১১ এবং ৫৩টি বেসরকারি মেডিকেলে চার হাজার ২৪৫টিআসন রয়েছেএ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটেআসন রয়েছে ৫৬৭টিআর ১৪টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটে রয়েছে ৮৭০টি আসন

উল্লেখ্য, গত ১২ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবার থেকে কোনো ভর্তিপরীক্ষা নয়, এসএসসি ও এইচএসসিতে অর্জিত জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টালেশিক্ষার্থী ভর্তি করা হবে বলে ঘোষণা দেনমন্ত্রীর ওই ঘোষণার পর তারবিরুদ্ধে সারা দেশে আন্দোলন শুরু করে মেডিকেল ভর্তিচ্ছুরা

পরেআন্দোলনের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসে সরকারএ নিয়ে আদালতে রিটও হয়গত১০ সেপ্টেম্বর আদালতের এক আদেশে পরীক্ষার মাধ্যমে মেডিকেল ও ডেন্টাল কলেজেশিক্ষার্থীর ভর্তির নির্দেশনার পর ২৩ নভেম্বর পরীক্ষার দিন নির্ধারণ করেসরকার

 

শেয়ার করুন