রুপসীবাংলা, সুনামগঞ্জ (২৩ নভেম্বর) :সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ডইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্টব্যবসায়ী এফবিসিসিআইয়ের পরিচালক দ্বিতীয় বারের মতো এফবিসিসিআইয়ের নির্বাচনেপরিচালক পদে প্রার্থী হয়েছেন।
তিনি স্যার্ন্ডাড ব্যাংকেরচেয়ারম্যান প্রবীণ ব্যবসায়ী কাজী আকরাম উদ্দিনের প্যানেলের প্রার্থী। এপ্যানেলের অন্যান্য পরিচালক প্রার্থীরা হলেন, চেম্বার গ্র“প থেকে আলহাজমমতাজ উদ্দিন, একেএম সাহিদ রেজা, মো. সিরাজুল হক, প্রবীর কুমার সাহা, আলহাজমো. বজলুর রহমান, মো. আবুল ওয়াহেদ, মো. রেজাউল করিম, মো. জালাল উদ্দিনইয়ামিন, নাগিবুল ইসলাম দীপু, মনোয়ারা হাকীম আলী, বিজয় কুমার কেজরীওয়াল, মো. আমিনুল হক শামীম, আবুল কাসেম আহমেদ ও মো. নজিবর রহমান।
সুনামঞ্জচেম্বার সূত্র জানায়, শনিবার ২৪ নভেম্বর অনুষ্টিতব্য এফবিসিসিআই নির্বাচন২০১২-২০১৪ উপলক্ষে প্যানেল লিডার কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে পুরোপ্যানেলের প্রার্থীরা সার দেশব্যাপী প্রচারয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উল্লেখ্য, ২৪ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফেডারেশন ভবনে অনুষ্টিতব্যচেম্বার গ্র“পের ৩৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশের শীর্ষব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব নির্বাচন করবেন।