সাভারে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে

0
258
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, সাভার (২৩ নভেম্বর): ঢাকার  সাভারের নামা গেন্ডা এলাকায় মুদি দোকানসহ৪টি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেএ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকারমালামাল আগুনে পুড়ে গেছেএসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১৫ জন

বৃহস্পতিবারদিবাগত রাত ২টার দিকে  ইমন ট্রেডার্সের  বৈদ্যুতিক শট সার্কিট  থেকেআগুনের সুত্রপাত হয়পরে ইমন ট্রেডার্স থেকে পার্শ্ববর্তী সোহান এন্টারপ্রাইজ, আমিন এন্টারপ্রাইজসহ ৪টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে

খবরপেয়ে  সাভার দমকল বাহিনীর দুটি ইউনিট  ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টাচেষ্টার পর  আগুন নিয়ন্ত্রণে আনতে হয় সক্ষম হয়এসময় আগুন নেভাতে গিয়েফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়

ইমন ট্রেডার্সের মালিকইদ্রিস আলী জানান, রাতে গুডাউন বন্ধ করে বাড়িতে চলে যান, হঠা করে পাসেরএকটি বাড়ি থেকে খবর আসে গোডাউনে আগুন লেগেছেআগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ারসার্ভিসকে খবর দিলেও দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছায়।  

এলাকাবাসীরাঅভিযোগ করে বলেন, মাত্র ১ কিলোমিটার রাস্তা আসতে ফায়ার সার্ভিস সময় লাগে ২ঘণ্টাতবে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসলেক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো

এব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের স্টেশনঅফিসার খান খলিলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছারচেষ্টা করি কিন্তু রাস্তা সরু ও পানির কোনো ব্যবস্থা না থাকায় আগুননিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়এতে প্রায় ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন