রুপসীবাংলা, ঢাকা( ২৩ নভেম্বর) : ২০১২-১৩ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দেশের ২৩টি পরীক্ষা কেন্দ্রে সকাল ১০টায় এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এবার আট হাজার ৪৯৩টি আসনের বিপরীতে ৫৮ হাজার ৭২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এদিকে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকা কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোর ভর্তি কেন্দ্রীয়ভাবে নেওয়ার সুপারিশ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
সুষ্ঠুভাবে ভর্তিপরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রশ্ন নিয়ে কোনো ধরনের অভিযোগ তিনি জানতে পারেননি বলেও জানান তিনি।
মেডিকেলে চলতি শিক্ষাবর্ষে ভর্তিপরীক্ষার বদলে জিপিএর ভিত্তিতে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, “এটি বিতর্কিত বিষয়।” মন্ত্রী বলেন, “তবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলাদা আলাদা ভর্তিপরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্যে হয়রানি। এ ভর্তিপদ্ধতি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার উপায় আমাদের ভাবতে হবে।
২২টি সরকারি মেডিকেল কলেজে দুই হাজার ৮১১ এবং ৫৩টি বেসরকারি মেডিকেলে চার হাজার ২৪৫টি আসন রয়েছে। এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে। আর ১৪টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটে রয়েছে ৮৭০টি আসন।
স্বাস্থ্য অধিদফতরের পক্ষে এর আগে নকল এড়াতে পরীক্ষা হলে মোবাইল ফোন ও ঘড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এছাড়া শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার্থীদের প্রবেশের কথা বলা হয়।সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্যে সর্বোচ্চ সতর্কবস্থা নেয় সরকার। গত কয়েকদিন ধরে সরকারিভাবে তার মোবাইল ফোন ট্র্যাকিং করে কয়েকটি গোয়েন্দা সংস্থা। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা তদারকির জন্য উচ্চ পর্যায়ের কমিটি করা হয়।
কমিটিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবার থেকে কোনো ভর্তি পরীক্ষা নয়, এসএসসি ও এইচএসসির জিপিএ’র ভিত্তিতে মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে ঘোষণা দেন। আর মন্ত্রীর ওই ঘোষণার পরপর তার বিরুদ্ধে সারা দেশে আন্দোলন শুরু করে মেডিকেল ভর্তিচ্ছুরা আন্দোলনের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এ নিয়ে আদালতে রিটও হয়।গত ১০ সেপ্টেম্বর আদালতের এক আদেশে পরীক্ষার মাধ্যমে মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থীর ভর্তির নির্দেশনার পর ২৩ নভেম্বর পরীক্ষার দিন নির্ধারণ করে সরকার।
নিউজরুম