‘শতরুপে শতবার’ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শম্পা রেজা

0
223
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা ‍বিনোদন ডেস্ক: নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শম্পা রেজাছবির নাম শতরুপে শতবারএবং এটি পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া৩ ডিসেম্বর থেকে নতুন এ ছবির শুটিং শুরু হবেএ ছবিতে শম্পা রেজাকে একজন মহিলা বসের চরিত্রে দেখা যাবে

 

বিষয়ে তিনি বলেন,‘আমি বরাবরই কম কাজ করতে পছন্দ করিআর এছবির গল্পটি অনেক ভালো এবং গঠনমূলকআমি এখানে একটি অফিসের মহিলা বস থাকিএবং আমার অফিসে কোন বিবাহিত ছেলেকে চাকুরী দেওয়া হয় নাএজন্য অনেকে আমাকেঅন্যচোখে দেখা শুরু করেআর যে আমার সাথে তাল মিলিয়ে চলে এবং আমার কথা মানেতাকেই প্রমোশন লেটার দেইআশা করছি আমার চরিত্রটি দর্শকরা পছন্দ করবেন

 

ফারজানাব্রাউনিয়ার প্রযোজনায় শতরুপে শতবারছবিতে শম্পা রেজা ছাড়াও আরো অভিনয়করবেন- শহিদুল আলম সাচ্চু, আমান, লামিয়া মিমোসহ আরো অনেকে

 

উল্লেখ্য, বর্তমানে শম্পা রেজা অভিনীত বৈশাখী টেলিভিশনে প্রচার হচ্ছে ডেইলি সোপ বড়বাড়ির ছোট বউ  টুকু মজনিউলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন লুফুন নাহারমৌসুমী

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন