আবেদ খানের সাংবাদিকতার ৫০ বছর

0
363
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা(২২ নভেম্বর) : সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবেদ খানের সাংবাদিকতার ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে ২৩ নভেম্বর শুক্রবার১৯৬২ সালের এই দিনে ছাত্রাবস্থায় অধুনালুপ্ত দৈনিক জেহাদ পত্রিকায় সাব-এডিটর হিসেবে শুরু হয় তাঁর সাংবাদিকতাজীবন

তারপর এ পেশায় একে একে পার করেছেন ৫০টি বছরহয়েছেন একাধিক পত্রিকার সম্পাদক, নিজ হাতে তৈরি করেছেন অনেক সাংবাদিকনেতৃত্ব দিয়েছেন সাংবাদিকদের আন্দোলনে, পরিণত হয়েছেন এই পেশার প্রবাদপুরুষে

এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজন করা হয়েছে এক আনন্দ অনুষ্ঠানেরমন্ত্রী-রাজনীতিবিদ, দেশের বিশিষ্ট সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবীরা এ অনুষ্ঠানে তাঁকে শুভেচ্ছা জানাবেন

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে আহবায়ক ও সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফিকে সদস্য সচিব করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়এ কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সেলিনা হোসেন, আলী যাকের, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, ফরিদুর রেজা সাগর, পীযূষ বন্দোপাধ্যায়, জুয়েল আইচ, মেজর (অব.) শামসুল আরেফিন, শাহ আলমগীর, নাসির আহমেদ, সাইফুল আলম প্রমুখ
আবেদ খান ১৯৪৫ সালের ১৬ এপ্রিল খুলনা জেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেনদৈনিক জেহাদে বছরখানেক কাজ করার পর ১৯৬৩-তে তিনি দৈনিকসংবাদ’-এ যোগদান করেনপরের বছরই দৈনিক ইত্তেফাকে একই পদে যোগ দেওয়ার মাধ্যমে তিনি শুরু করেন এক দীর্ঘ কর্মসাধনাময় অধ্যায়এ পত্রিকায় আবেদ খান পর্যায়ক্রমে শিফট-ইনচার্জ, প্রধান প্রতিবেদন, সহকারী সম্পাদক ও কলামিস্ট হিসেবে দায়িত্ব পালন করেনতিনি দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেনসম্পাদক ছিলেন দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালেরওবর্তমানে তিনি এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকতা ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেনঅবিভক্ত ভারতের দৈনিক আজাদ-এর সম্পাদক মাওলানা আকরম খাঁ সম্পর্কে তাঁর নানা (মাতামহ)

 

 

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন