রুপসীবাংলা, খুলনা (২২ নভেম্বর): খুলনায় অবৈধভাবে হরিণ পালনের দায়ে আলাউদ্দিন বেপারীকে ৪ মাসের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মদিনা বেগম এই রায় প্রদান করেন।
বন আইন ৫/১, ১১/১ ও ২৬ (১ক)-এর আওতায় দায়ের করা এই মামলায় দীর্ঘ পাঁচ বছর শুনানির পর এ রায় দেওয়া হল।
বিভাগীয় বিশেষ জজ আদালতের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের খুলনা বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ বাংলানিউজকে জানান, ২০০৭ সালে নগরীর শিরোমনি বিসিক এলাকার আলাউদ্দিনের বাড়ি থেকে অবৈধভাবে পালন করা হরিণগুলো উদ্ধারের পর আদালতে মামলা দায়ের করা হয়।
২০১১ সালে নিম্ন আদালত মামলার রায়ে তাকে বেকসুর খালাস দেয়। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করলে বিশেষ জজ আদালত অবৈধভাব হরিণ পালনের দায়ে এ রায় দেন।
নিউজরুম