কুষ্টিয়া ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত

0
302
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, কুষ্টিয়া (২২ নভেম্বর) :কুষ্টিয়া শহরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন
এ সময় জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগবৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের এনএস রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে
জানাযায়, বিকেলে জেলা ছাত্রলীগ জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে শহরেরসাদ্দাম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেএকই সময়ে জেলা ছাত্রদলতারেক রহমানের জন্মাদিন উপলক্ষে কোর্ট স্টেশন থেকে মিছিল বের করেমিছিলদুটি বিএনপির শহরের থানা মোড়ে আসলে ছাত্রলীগ ছাত্রদলের মিছিলে ধাওয়া করেসময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধলে এঘটনা ঘটে
এর এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা জেলা বিএনপি অফিসেহামলা চালায়তারা অফিসের সামনে রাখা ৩টি মোটরসাইকেল ভাঙচুর করেএছাড়াঅফিসের ভেতরের সব আসবাবপত্র গুঁড়িয়ে দেয়
জেলা ছাত্রদলের আহ্বায়ক এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ি করে বলেন, ছাত্রলীগের হাতে আজ কেউ নিরাপদ নয়ছাত্রলীগ এখন এক আতঙ্কের নাম
তবে জেলা ছাত্রলীগ সভাপতি আলী মর্তুজা খসরু এ অভিযোগ অস্বীকার করে সংঘর্ষের জন্য ছাত্রদলকেই দায়ি করেন

বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর জামানজানান, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনকরা হয়েছে

 

তবে এ ঘটনায় কোনো পক্ষই মামলা দায়ের করেনি

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন