রুপসীবাংলা, গাজীপুর (২২ নভেম্বর) :প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: মোতাহারহোসেন বলেছেন, বর্তমানে পাঠ্যপুস্তকের সংখ্যা বেশি হয়ে গেছে যা বহন করাকোমলমতি শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে গেছে। তাই আগামী শিক্ষাবর্ষ থেকেপ্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বইয়ের ভলিউম কমানো হবে।
এতে নতুন বইয়ে পাতাকম থাকবে।আগামী বছরের ১ জানুয়ারি শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলেও জানান প্রতিমন্ত্রী।বৃহস্পতিবারসকাল ১১টায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে প্রাথমিক ওগণশিক্ষা প্রতিমন্ত্রী গাজীপুরে পিএসসি পরীক্ষার কয়েকটি কেন্দ্র পরিদর্শনকরেন। এসময় তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মোতাহারহোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘গত বছরের চেয়ে এবার লক্ষাধিকবেশী পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এবারপ্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৯ লাখ।
’’প্রতিমন্ত্রীবলেন, ‘‘৫০৩টি উপজেলা-থানার শিক্ষার্থীদের খাতা দেখার জন্য ৫০৩টি বোর্ডগঠন করা হয়েছে। পরীক্ষার ফলাফলে স্বচ্ছতা আনার জন্য এবার এক উপজেলারশিক্ষার্থীদের খাতা দেখা হবে অন্য উপজেলায়।’’
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমএম নিয়াজউদ্দিন প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।সাংবাদিকদেরতিনি বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বইয়েপ্রায় ৫০০টি পাতা কম থাকবে। তাছাড়া, ক্রমবর্ধমান প্রাথমিক শিক্ষার্থীদেরপরীক্ষা গ্রহণের সুবিধার জন্য পৃথক সংস্থা বা বোর্ড গঠন করা হবে।
নিউজরুম