রুপসীবাংলা কক্সবাজার (২২ নভেম্বর) :সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ারপ্রস্তুতিকালে কক্সবাজার টেকনাফের বঙ্গোপসাগরের মোহনা থেকে একটি ট্রলারসহ৫১ জনকে আটক করা হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড বৃহস্পতিবার ভোরে ও দুপুরে পৃথকভাবে এ অভিযান চালিয়ে তাদের আটক করে।এরমধ্যে বিজিবি সদস্যরা ১৫ জন এবং কোস্টগার্ড সদস্যরা ৩৬ জনকে আটক করে।
বিজিবিরটেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসানজানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফেরকাটাবুনিয়া থেকে ৪ জন ও হাবিব ছড়া এলাকা থেকে ১১ জন মালয়েশিয়াগামীকে আটককরে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।
অপরদিকেকোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার বদরুদ্দৌজ্জা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময়সেন্টমার্টিন দ্বীপের অদূরে সাগর থেকে একটি ট্রলারসহ ৩৬ জনকে আটক করাহয়েছে। এরা সবাই কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানান তিনি।এব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে
নিউজরুম