কোকোর পাচারকৃত অর্থ ফেরত এলো সিঙ্গাপুর থেকে

0
709
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (২২ নভেম্বর) :খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অবৈধভাবে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে পাচার করা অর্থ দেশে ফেরত নিয়ে আসা হয়েছে
বৃহস্পতিবার বেলা ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্ভরযোগ্য সূত্র
 বিষয়ে যোগাযোগ করা হলে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বৃহস্পতিবারবলেন, “আমরা চেক করছি কত এসেছেএ বিষয়ে এ মুহূর্তে বিস্তারিতকিছু বলতে চাই না
 “দুদকের তদন্ত টিম আনুষঙ্গিক তথ্য-উপাত্তসিঙ্গাপুরে সরকারের কাছে পাঠিয়েছেসিঙ্গাপুর থেকে দুদককে জানানো হয়েছিল, ডিসেম্বরের মধ্যে এই টাকা ফেরত আসবে
প্রসঙ্গত, বিএনপি-জামায়াত জোটসরকারের আমলে ২০০৪ থেকে ২০০৬ এর মধ্যে আরাফাত রহমান কোকো অবৈধভাবেসিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি টাকাপাচার করেন, যা মানি লন্ডারিং আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধএইঘটনায় দুদকের উপ-পরিচালক আবু সাঈদ বাদী হয়ে ২০০৯ এর মার্চ মাসে আরাফাতরহমান কোকো এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী আকবর হোসেনের ছেলে ইকবাল হোসেনসায়মনকে আসামি করে কাফরুল থানায় একটি মামলা করেন
দুদক সূত্র জানায়, সিঙ্গাপুরের নাগরিক লিম ইউ চ্যাং ২০০৪ সালে সিঙ্গাপুর ইউনাইটেড ওভারসিজব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলেন, যার শর্ত ছিল চ্যাং এবং কোকোর যৌথস্বাক্ষরেই এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবেদুদকের তদন্ত টিমজানায়, মূলত চট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণ এবং সরকারি মোবাইল ফোনকোম্পানি টেলিটকের যন্ত্রাংশ কেনার সুবাদে অবৈধভাবে অর্জিত অর্থই এইঅ্যাকাউন্টে রাখা হতো
২০১১ সালে মানি লন্ডারিং আইনের আওতায় কোকোর ছয় বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩৮ কোটি ৮৩ লাখ টাকা জরিমানা হয়েছে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন