কুরআন অবমাননার ঘটনায় ৩৫১ শিক্ষকের নিন্দা : তদন্ত কমিটি গঠন

0
194
Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদক, রাবি (২২ নভেম্বর) : মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কুরআন নর্দমায় ছুড়ে ফেলার ঘটনার ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলের ৩৫১ শিক্ষক। বৃহস্পতিবার সংগঠনটির আহবায়ক প্রফেসর মু. আজাহার আলী স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

 

বিবৃতিতে শিক্ষকরা বলেন, এধরণের নেক্কারজনক কর্মকান্ড বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে। তাছাড়া এধরণের ঘটনার সুষ্ঠু বিচার না হলে তা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে হুমকির মুখে ঠেলে দেবে। শিক্ষকরা এধরণের নেক্কার জনক ঘটনার সংগে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

 

বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে উল্লে­খযোগ্যরা হলেন, সাদা দলের আহবায়ক প্রফেসর মু. আজহার আলী, এম. রফিকুল ইসলাম, ড. এম. আব্দুর রাজ্জাক, এম. আমিনুল ইসলাম, ড. আব্দুর রহমান সিদ্দিকী, ড. কে এ এম শাহাদত হোসেন মন্ডল, ড. মামনুনুল কেরামত, ড. এম আবুল হাশেম, সি এম মোস্তফা, ড. আব্দুল হাই তালুকদার, এম নজরুল ইসলাম, এ. বি. এম. শাহজাহান, ড. শামসুল আলম সরকার, ড. বেলাল হোসেন, ড. নিজাম উদ্দিন, ড. মো. আমজাদ হোসেন, ড. এম এনামুল হক, ড. হাছানাত আলী, ড. সাহেদ জামান, ড. মামুনুর রশীদ, ড. এফ নজরুল ইসলাম, ড. একেএম গোলাম রাববনী মন্ডল, ড. হাবিবুর রহমান, সৈয়দা আফরীনা মামুন, ড. মোস্তফা কামাল আকন্দ, ড. আমীরুল ইসলাম, ড. মোশারফ হোসেন, ড. শামসুজ্জোহা এছামী প্রমুখ।

 

প্রসঙ্গত: গত মঙ্গলবার পুলিশ ও ছাত্রলীগের নেতৃত্বে অভিযান চালানোর সময় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের দোতলার ২৩১ নম্বর কক্ষ থেকে রাবি ছাত্রলীগের উপ ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ও সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র শ্রী সূর্য কুমার রুমমেটদের বাধা সত্ত্বেও পবিত্র কুরআন শরীফ নিচের নর্দমায় ছুড়ে ফেলে দেয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই ছাত্র পলাতক রয়েছে।

 

পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হলের আবাসিক শিক্ষক সাইদুর রশিদ সুমনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন- এ কে এম আরিফুল ইসলাম ও সেলিম রেজা। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গঠিত তদন্ত কমিটি গতকাল থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।

 

 

 

প্রতিবেদক,এরশাদুল বারী কর্ণেল, সম্পাদনা আলীরাজ/ রাফি, নিউজরুম

 

শেয়ার করুন