নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম (২১ নভেম্বর): নাটোরের বড়াইগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার ৪৮তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার রাতে বড়াইগ্রাম পৌরমাঠে পৌর ও সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এর আয়োজন করে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে ও মশিউর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা যুবদল সেক্রেটারী অধ্যক্ষ আশরাফ আলী, জোনাইল ইউপি চেয়ারম্যান রাশিদুল ইসলাম রাসেল, বিএনপি নেতা মামুনুর রশীদ শিপন, প্রভাষক গিয়াস উদ্দিন, জহুরম্নল ইসলাম, আব্দুর রশীদ, থানা ছাত্রদল সেক্রেটারী মোসত্মায়েদুল হক বুলু, পৌর সেচ্ছাসেবক আহবায়ক জয়নাল আবেদীন, যুবদল নেতা আলী হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে একটি শুভেচ্ছা মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
নিউজরুম, প্রতিবেদক আশরাফুল ইসলাম আশরাফ