নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম (২১ নভেম্বর): দেশব্যাপি জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বনপাড়া বাইপাস মোড় থেকে একটি বিক্ষোভভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বনপাড়া বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি কেএম জিলস্নুর হোসেন জিন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিক সরদারের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র অধ্যাপক জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুলস্নাহ আলশাকিব বাকি, ইউপি চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ, খোকন মোলস্না, এসএম শামসুজ্জোহা, আ’লীগ নেতা আব্দুল জলিল, আব্দুল কুদ্দুস, এসকেন্দার আলী, বাবর আলী, ছাত্রলীগ নেতা মাহবুব, শাকিব, আতিক, মমিন প্রমূখ।
নিউজরুম, প্রতিবেদক আশরাফুল ইসলাম আশরাফ