রুপসীবাংলা,ঢাকা(২১ নভেম্বর) :ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-কে তাদের প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার করে নতুন করে প্রতিবেদনপ্রণয়নের আহবান জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত।
বুধবারজাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি – জামায়াতেররাজনীতি নিষিদ্ধকরণ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এআহবান জানান।
বর্তমান সরকারের সাবেক এই রেলমন্ত্রী বলেন, “টিআইবি আন্তর্জতিকভাবে স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। অথচ তাদের নিজেদেরই স্বচ্ছতা নেই।”
তিনি বলেন, “আমরা টিআইবি’র কাছ থেকে বস্তুনিষ্ঠ প্রতিবেদন আশা করি। বস্তুনিষ্ঠ প্রতিবেদনে তথ্য-প্রমাণ থাকতে হবে।”
সুরঞ্জিতবলেন, “সংসদ সদস্যদের মধ্যে কারো কারো সমস্যা থাকতে পারে। তাই বলে সবাইকেদোষারোপ করে টিআইবি’র তৈরিকৃত এ প্রতিবেদন গ্রহণযোগ্য নয়। আমরা টিআইবিকেবন্ধ করার মতো কঠোর হতে চাই না। বর্তমান প্রতিবেদনটি প্রত্যাহার করে নতুনকরে আরেকটা বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করুন। জনগণ বিবেচনা করবে।
প্রসঙ্গগত, সম্প্রতি টিআইবি সংসদদেও নিয়ে একটা প্রতিবেদনে উল্লেখ করেছে ৯৭ শতাংশ সংসদসদস্য বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত। যা পরবর্তীতে বিভিন্ন মহলেব্যাপক আলোচিত সমালোচিত হয়।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় থেকেকসমেটিক সার্জারি করে নিজের চেহারা পাল্টানো ছাড়া দেশের চেহারা পাল্টাতেপারেন নাই।
এখন তিনি দেশের চেহারা পাল্টানোর কথা বলে আসলে ২১আগস্টের হামলায় যারা বেঁচে গেছে তাদের হত্যা করা, ক্যান্টনমেন্টের বাড়িদখল, জামায়াত জঙ্গিদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মুক্তিযুদ্ধকে অপমানকরা, দেশকে আবারো দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার মাধ্যমে দেশকে পরিবর্তন করতেচান।
বিরোধী দলীয় নেত্রীর তারেক কোকোর প্রশংসার তীব্র সমালোচনা করে তিনি বলেন, তারেক কোকো যদি সৎ হয় তবে দেশে অসৎ কেউ নেই।
এসময়তিনি জামায়াতকে নিয়মতান্ত্রিক আন্দোলন করার আহবান জানিয়ে বলেন, নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করলে সরকার একটা শব্দও করবে না। না হলে সংবিধানঅনুযায়ী জামায়াত ব্যান্ড (নিষিদ্ধ) হতে বাধ্য।
বঙ্গবন্ধু একাডেমিরউপদেষ্টা লায়ন মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, কৃষক লীগের সহ-সভাপতি এম একরিম, তুর্কি আওয়ামী লীগের সভাপতি এম আর ফারুক প্রিন্স প্রমুখ।
নিউজরুম