রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি

0
202
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা(২১ নভেম্বর) :আগামী ১ থেকে ৯ ডিসেম্বর রাজধানীর ২৪টি সরকারিমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ফরম বিতরণ ও জমা নেওয়া হবেরাজধানীসহ দেশের৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবার একই নীতিমালার আলোকে শিক্ষার্থীভর্তি কার্যক্রম সম্পন্ন হবে

তবে রাজধানীর বাইরের বিদ্যালয়গুলোতেজেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি নীতিমালার আলোকে তাদের সুবিধামতো সময়েভর্তি কার্যক্রম শেষ করতে পারবে

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নোমান-উর রশীদ সাংবাদিকদের এ তথ্য দেন

নোমান-উররশীদ বলেন, রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে ’ ‘বিসিক্যাটাগরিতে ভাগ করা হয়েছেপ্রতি ক্যাটাগরিতে আটটি করে বিদ্যালয় রয়েছেক্যাটাগরি অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে

তিনি জানান, ঢাকা মহানগরী এলাকায় শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকির জন্যমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের নেতৃত্বে ১৩সদস্যের একটি কমিটি করা হবে

ভর্তি পরীক্ষা

একটি ক্যাটাগরিরবিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী একটি ফরম কিনতে পারবেতবে তিন ক্যাটাগরিরবিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি ফরম কিনতে পারবেক্যাটাগরির আটটি বিদ্যালয়ে আগামী ১৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবেবিক্যাটাগরির বিদ্যালয়ে ১৫ ডিসেম্বর এবং সিক্যাটাগরির বিদ্যালয়ে ১৭ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবেআগামী ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশকরা হবে

অধ্যাপক নোমান বলেন, ‘প্রথম শ্রেণীতে ভর্তির লটারির ড্রহবে আগামী ২৭ ডিসেম্বরওই দিনই ফল ঘোষণা করা হবেরাজধানীর ২৪টি সরকারিমাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৩টিতে প্রথম শ্রেণী রয়েছে

শিক্ষার্থী বাছাই

নীতিমালাঅনুযায়ী, এবার দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমেমেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে হবেআর জেএসসির ফলাফলের ভিত্তিতেনবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে

ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীভর্তির ক্ষেত্রে মোট আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকেপাস করা শিক্ষার্থীদের জন্য রাখতে হবেমুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্যপাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য দুই শতাংশ কোটা থাকবে

ভর্তি ফরম
এবারভর্তির পরীক্ষার আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে একশটাকাতবে সেশনফিসহ ভর্তি ফি সাতশটাকার বেশি নেওয়া যাবে না বলে নীতিমালায় বলা হয়েছে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন