রুপসীবাংলা, ঢাকা(২১ নভেম্বর) :সেনাকুঞ্জে কথা হলো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার মধ্যে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানেযোগ দিতে দেশের দুই শীর্ষ নেত্রী উপস্থিত হলেও তাদের মধ্যে সরাসরি দেখা ওশুভেচ্ছা বিনিময় হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যোগ দেন আগেই। পরেবিকেল ৪টার সময় খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছান।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত অতিথিদের উদ্দেশে ভাষণ দেন। খালেদা জিয়া এসময় তার জন্য নির্ধারিত আসনে বসে বক্তৃতা শুনছিলেন।
পরেবক্তৃতা শেষে প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়করেন। তবে এক ঘন্টারও বেশি সময় এই অনুষ্ঠানস্থলে দেখা ও কথা হয়নি শেখহাসিনা ও খালেদা জিয়ার।
নিউজরুম