নিজস্ব প্রতিবেদক (২০ নভেম্বর) :
সিংড়া পৌর বিএনপির সভাপতি ও ম্যাব মহাসচিব অধ্যাপক শামিম আল রাজি বলেছেন, তারেক রহমান শুধু বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নন, তিনি জাতির আগামী দিনের উজ্জ্বল রাজনৈতিক নক্ষত্র এবং স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিগণিত হয়েছে।
তাই তাকে নিয়ে আওয়ামীলীগের মিথ্যা ষড়যন্ত্র সফল হবে না। মঙ্গলবার সকালে তারেক রহমানের ৪৮তম জন্ম উৎসব পালন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে কেক কেটে তারেক রহমান ও নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। থানা শ্রমিক দলের সভাপতি ও পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাখার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুল করিম, যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম, থানা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল কাফি, পৌর যুব দলের আহবায়ক রম্নহুল আমিন, যুগ্ম আহবায়ক আবু সাইদ পলাশ, পৌর স্বেবচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক নৃর মোহাম্মদ মাষ্টার, পৌর ওলামা দলের সভাপতি আতিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব রোজ, পৌর মৎস্যজীবি দলের সভাপতি রকিবুল হাসান, শিক্ষক নেতা আব্দুল মালেক, থানা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বুলেট, ছাত্রনেতা সেলিম রেজা, সাবেক জিএস আতাউল গনি ওসমানী পলাশ, শেরকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক আখের আলী প্রমূখ। অপরদিকে বিকেলে উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে সিংড়া বাসস্ট্যান্ডে সংক্ষপ্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক দাউদার মাহমুদ, ছাত্রদল সভাপতি ফারম্নক হোসেন, সাধারণ সম্পাদক শামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রম্নল বাসার তুহিন প্রমূখ।
সম্পাদনা, আনোয়ার হোসেন আলীরাজ