এরশাদুল বারী কর্ণেল, রাবি(২০ নভেম্বর):ছাত্রলীগ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনৈতিক ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদের অত্যাচারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কায়দায় তারা শিক্ষকদের উপর হামলা চালিয়েছে। ছাত্রলীগের এসব সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপি’র যুগ্ন মহাসচিব ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে জন্মদিনের কেক কাটা হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ছাত্রদলের আহবায়ক আরাফাত রেজা আশিকের সভাপতিত্বে এতে মিনু ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যড. শফিকুল হক মিলন, রাবি‘র সাবেক প্রোভিসি প্রফেসর কেএএম শাহাদৎ হোসেন মন্ডল, রাবি’র শিক্ষক প্রফেসর আফরাউজ্জামান খান চৌধুরী, প্রফেসর ড. এনামুল হক, ড. ফজলুল হক, ড. মামুনুর রশিদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক তোজা, সালাউদ্দিন রানা, ইমতিয়াজ আহমদ, জহুরুল হক রোজ, কামরুল হাসান, আহসানুজ্জামান অলিন, আব্দুল আলিম রাসেল প্রমুখ।