রুপসীবাংলা, স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি ম্যাচেরদল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট স্কোয়াড থেকে ছয়জনকে বাদ দিয়ে ১৫জনের দল দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
টেস্ট ম্যাচ শেষে দেশেফিরে যাবেন শিবনারায়ন চন্দরপল, নরসিং দেওনারিন, ফিদেল এডওয়ার্ডস, কার্কএডওয়ার্ডস, আসাদ ফুদাদিন এবং দিনেশ রামদিন। একদিনের দলে যোগদিবেন, কাইরানপোলার্ড, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ল্যান্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, ডেভনথমাস।
টেস্ট স্কোয়াডেও ছিলেন দ্রুতগতির বোলার কেমার রোচ। কিন্তুচোট পাওয়ায় তাকে রেখে আসে ওয়েস্ট ইন্ডিজ। তার জায়গায় টেস্ট স্কোয়াডেসুযোগ পান ফিদেল এডওয়ার্ডস।
২১ নভেম্বর থেকে খুলনা শেখ আবু নাসেরস্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ। প্রথমওয়ানডে দুটিও হবে খুলনায়। ৩০ নভেম্বর প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডে ২ডিসেম্বর। এরপর ঢাকায় ফিরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে৫, ৭ ও ৮ নভেম্বর
.
নিউজরুম