“আমি প্রতিজ্ঞা পূরণের জন্য এখানে এসেছি”: ওবামা

0
419
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার তিন দিনের এশিয়া সফরের দ্বিতীয় দিনে মিয়ানমার পৌঁছেছেন

সোমবার সকালে বিমানবন্দর থেকে গাড়িতে করে প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে সাক্ষা করতে যাওয়ার সময় হাজার হাজার মানুষ ইয়াঙ্গুনের রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের পতাকা নেড়ে ওবামাকে অভ্যর্থনা জানায়দায়িত্বে থাকা অবস্থায় এটাই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের মিয়ানমার সফরঐতিহাসিক সফরে ওবামা ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্য দেনবক্তব্যে ওবামা বলেন, “আমি প্রতিজ্ঞা পূরণের জন্য এখানে এসেছিএকইসঙ্গে আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাইএ সময় তিনি দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেনমিয়নমারে অগ্রগতির যে চমক দেখা যাচ্ছে তা অবশ্যই শেষ হয়ে যাবে না বলে তিনি আশা প্রকাশ করেনমিয়ানমারে ওবামা ছয় ঘণ্টা অবস্থান করবেনএর মধ্যে তিনি দেশটির রাজধানী নাইপিদাও যাবেন না বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে

তিনি বলেন, “জনগণের সদিচ্ছায় মিয়ানমার অবশ্যই উত্তর এশিয়ার একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠবে
মিয়ানমারের জনগণের উদ্দেশ্যে ওবামা বলেন, “এভাবেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেনআপনারা এমন একটি ভবিষ্যতে পৌঁছাবেন যেখানে আইন কোনো নেতার চেয়েও শক্তিশালী হবে, কোনো শিশুকে সৈনিক হতে হবে না, আর শোষিত হবেন না কোনো নারী

 

নিউজরুম

 

শেয়ার করুন