অভিনয় আর গান নিয়ে ব্যস্ত স্বাগতা

0
184
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা বিনোদন ডেস্খ: অভিনয় আর গান নিয়ে এ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্বাগতাসকাল আহমেদের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটকসত্য পাহাড়এ অভিনয়ের জন্য ১৮ নভেম্বর নেপাল যাচ্ছেন তিনি
নাটকের গল্প নিয়ে তিনি বলেন, ‘এ নাটকের গল্পটি এগিয়েছে একটি পরিবারকে কেন্দ্র করেএ পরিবারের সবারই একটু নীতিগত সমস্যা থাকেযেমন, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড থাকেআর আমার বড় আপু  বোবা, তারও নানা সমস্যা থাকেএকবার পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, নেপালে সত্য পাহাড় নামে একটা জায়গা আছেযেখানে গেলে সবারই সমস্যার অবসান হবেআমরা তাই সবাই সেখানে যাই এবং যাবার পর অনেকটা অদ্ভুতভাবেই সবার সমস্যার সমাধান হয়গল্পটি মজার আছে
এ নাটকে স্বাগতা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, মাহফুজ আহমেদ, কুসুম শিকদার, সাঈদ বাবু, মাজনুন মিজান, ভাবনা, সাব্বির, মিঠু প্রমুখ
উল্লেখ্য, স্বাগতা অভিনীত বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছেসেগুলো হলো, ‘রেডিও চকলেট’, ‘পঞ্চম’,‘সংসার সুখের হয় রমনীর গুনেস্ক্যান্ডাল
সত্য পাহাড়এর শুটিং শেষে আশরাফী মিঠুর পাউরুটি মামলেটএবং মাতিয়া বানু শুকুর রচনায় নতুন ধারাবাহিক চুপকথাতে অভিনয় করবেন তিনি

নিউজরুম

শেয়ার করুন