মোফাজ্জল হোসেন, নওগাঁ (১৯ নভেম্বর): নওগাঁর মহাদেবপুর উপজেলায় আগামী মৌসুমের গম চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় মহাদেবপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম নুরুজ্জামান মন্ডল, মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার একেএম মফিজুল ইসলাম, মহাদেবপর উপজেলা কৃষক কমিটির সদস্য আবু হাসান ফেরদৌস মিল্টন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মকিম উদ্দীন দেওয়ান প্রমুখ।
এ সভায় উপজেলার ১০০ জন কৃষক অংশ গ্রহন করে।
নিউজরুম