রুপসীবাংলা, ঢাকা(১৯ নভেম্বর) :ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকমাহবুব উল আলম হানিফ বলেছেন, “যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের জন্যআওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুতরয়েছে।”সোমবার ঢাকা মহানগর আওয়ামী লীগের রমনা থানা আয়োজিতযুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদেবিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
রাজধানীর মগবাজার-নিউস্কাটন রোডের জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।তিনিবলেন, “যতদিন যুদ্ধাপরাধীদের রায় কার্যকর না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগনেতাকর্মীরা রাজপথে থাকবে। যুদ্ধাপরাধের বিচার করার জন্য জনগণের রায় নিয়েআওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আজ জাতীয় দাবি।”
হানিফবলেন, ‘‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিএনপি একেক সময় একেক কথা বলে দ্বৈতঅবস্থান নিয়েছে। তারা কখনো বলে জামায়াত-শিবিরের নৈরাজ্যের দায়ভার নেবে না, আবার জামায়াত-শিবিরের সঙ্গে নিজেদের দলীয় নেতাকর্মীদের দিয়ে নৈরাজ্য সৃষ্টিকরছে। জামায়াত-শিবির ও বিএনপির লক্ষ্য অভিন্ন। দেশকে ব্যর্থ ও সাম্পদায়িকরাষ্ট্রে পরিণত করাই তাদের লক্ষ্য।’’
সমাবেশে রমনা থানা সভাপতি আবুলবাশারের সভাপতিত্বে ভূমি ও গৃহায়ণ প্রতিমন্ত্রী আবদুল মাননান খান, আইনপ্রতিমন্ত্রী কমরুল ইসলাম, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণসম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ বক্তব্য রাখেন।
নিউজরুম