রুপসীবাংলা, ঢাকা(১৯ নভেম্বর) : সম্মিলিত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমানমান্না বলেছেন, দেশে প্রতীকের দিন শেষ। এখন আর মানুষ প্রতীক দেখে ভোট দেয়না। এর প্রমাণ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল নির্বাচন। দেশে ভবিষ্যতে বিকল্প শক্তি আসতেও পারে বলে মন্তব্য করেন মান্না।
সোমবারবিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধাগণপরিষদ আয়োজিত গুণীজন সন্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।মান্নাআরো বলেন, ‘‘প্রবীণ সাংবাদিক এবিএম মূসাকে সিধকাটা চোরের সঙ্গে তুলনাকরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তার এর বক্তব্যের প্রতিবাদ করারমতো সাহসী নেতা আওয়ামী লীগে দেখতে পাইনি।’’
‘‘ক্ষমতায় আসার জন্যকে কতোকুটু ট্রানজিট ভারতকে দিতে পারবেন, এখন সে প্রতিযোগিতা চলছে। সর্বশেষখালেদা জিয়া ভারত সফরে গিয়ে যা বলেছেন, তা নিয়ে জনগণের সঙ্গে তিনি আদৌকোনো কথা বলেছেন?
জনগণ এখন দেশে বিকল্প শক্তি দেখতে চায়। দেশে ভবিষ্যতে বিকল্প শক্তিও আসতে পারে।’’
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণ পরিষদের নেতারা।অনুষ্ঠানেবক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে দেশে এখন বিভ্রান্তিচলছে। দেশে সঠিক মুক্তিযোদ্ধা কতোজন এ তথ্য কেউই দিচ্ছেন না। প্রকৃত পক্ষেদেশে সোয়া লাখ মুক্তিযোদ্ধা থাকার কথা থাকলেও লিপিবদ্ধকৃত মুক্তিযোদ্ধারসংখ্যা পৌঁনে ২ লাখ। এ নিয়ে দফায় দফায় সংশোধন কার্যক্রম হলেও বাস্তব চিত্রউঠে আসেনি।
অনুষ্ঠানে ৫ জনকে গুণীজন সন্মাননা প্রদান করা হয়। তারাহলেন- ভাষাসৈনিক আব্দুল মতিন, রাজনীতিবিদ মরহুম অলি আহাদ (মরণোত্তর), সাংবাদিক মরহুম আতাউস সামাদ(মরণোত্তর), মরহুম জেনারেল (অব.) মইনুল হোসেনচৌধুরী(মরণোত্তর) ও কর্নেল (অব.) জিয়া উদ্দিন বীরোত্তম।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ চৌধুরী।
নিউজরুম