অচিরেই তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন চুক্তি

0
719
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা,ঢাকা(১৯নভেম্বর):  ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে অচিরেইতিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনতিনি বলেছেন, ‘অচিরেই সমতা, ন্যায়ানুগতা এবং পারস্পরিক ক্ষতি না  করে তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টনচুক্তি সম্পাদন করা হবে বলে আশা করা যাচ্ছে

সোমবার জাতীয় সংসদে বিএনপির অনুপস্থিত সাংসদ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান
মন্ত্রী আরো জানান, তার সরকার ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেফজিলাতুননেসা বাপ্পীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসারপর থেকে তিস্তার পানি বণ্টন চুক্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছেএরমধ্যে তিস্তা ও ফেনী নদীর অর্ন্তবর্তীকালীন পানি বণ্টন চুক্তি সম্পাদনেরলক্ষ্যে ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছেঅচিরেই এ চুক্তি সম্পাদন করা হবেএছাড়া মনু, মুহুরী, খোয়াই, গোমতি, ধরলা ও দুধকুমার নদীর পানি বণ্টন চুক্তিআলোচনাধীন রয়েছে

ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে মন্ত্রীবলেন, ‘কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় সারাদেশে খাল পুন:খননেরপরিকল্পনা আপাতত নেই

বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে ভবিষ্যতে এ কার্যক্রম চালুকরা হবেতবে অনুন্নয়ন রাজস্ব বাজেট হতে বরাদ্দ প্রদানের মাধ্যমে চলতি অর্থবছরে দেশের কিছু গুরুত্বপূর্ণ খাল পুন:খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে

 

 

নিউজরুম

শেয়ার করুন