রুপসীবাংলা, ঢাকা (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগে মানুষ যাতে কোনরূপ কষ্ট নাপায়, এটাই আমাদের লক্ষ্য। তিনি এ লক্ষ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদেরদায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী রোববার ভিডিওকনফারেন্সের মাধ্যমে জেলার খোকসা ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করেন। এ সময়তিনি খোকসা-কুমারখালীবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন।
শেখ হাসিনা বলেন, আমরাবলেছিলাম প্রত্যেক উপজেলায় ফায়ার ষ্টেশন নির্মাণ করা হবে। যাতে করেঅগ্নিকান্ডসহ যে কোন দুর্ঘটনায় নিরাপত্তা দিতে পারে। তারই অংশ হিসেবে আজকেকুষ্টিয়ার খোকসায় ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্বোধন করা হলো। খোকসাবাসস্ট্যান্ডের পাশে ১কোটি ১লাখ ৮৫হাজার টাকা ব্যয়ে নির্মিত নতুন ফায়ারসার্ভিস স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সমন্বয়কারীরভূমিকা পালন করেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
এসময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য বেগম সুলতানা তরুন, কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওপ্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে হানিফ সদরউপজেলার ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন।
নিউজরুম