হোয়াট’স দ্য রং, হোয়্যার’স দ্য রং

0
155
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা,ঢাকা (১৯ নভেম্বর):বুঝলাম না সমস্যাটা কোথায়এ বিচারের কথাতো আওয়ামীলীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিলোআর জনগণকে দেওয়া প্রতিশ্রুতিঅনুযায়ী বিচার হচ্ছেসুতরাং এ বিচারের বিরুদ্ধে প্রতিবাদ হামলা কেন? হোয়াটস দ্য রং, হোয়্যারস দ্য রংসম্প্রতি দেশব্যাপীজামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে এ মন্তব্য করেন সুপ্রিম কোর্ট আইনজীবীসমিতির সহ সভাপতি অ্যাডভোকেট কে এম সাইফুদ্দিন আহম্মেদ

  নবমজাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহার-২০০৮ (দিনবদলের সনদ)এ বিদ্যমান আর্থ-সামাজিক-রাজনৈতিক সংকট বিবেচনায় পাঁচটিবিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়এ পাঁচটি বিষয়ের মধ্যে সর্বশেষটিহচ্ছে সুশাসন প্রতিষ্ঠাএর এক উপধারায় বলা হয় , ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ শক্তহাতে দমন করা হবেযুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা হবে

অ্যাডভোকেটকে এম সাইফুদ্দিন আহম্মেদ বলেন, এ ইশতেহার দেখেই তো ২০০৮ সালের ডিসেম্বরেঅনুষ্ঠিত নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছিলোআর ১৬ কোটি মানুষকেদেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বিচারকাজ চলছেএটা নিয়ে এত প্রতিবাদ কেন? আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতিব্যারিস্টার শফিক আহমেদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে আইনজীবীদের একসমাবেশে তিনি এ মন্তব্য করেনপ্রসঙ্গত, আওয়ামী লীগের নেতৃত্বাধীনমহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী এক বছর পরে যুদ্ধাপরাধেরবিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন  করেন

এরপর ২০১২ সালে আরোএকটি ট্রাইব্যুনাল গঠন করে সরকারএ দুটি ট্রাইব্যুনালেমুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ওধর্মান্তরকরণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলার বিচার চলছেএর মধ্যে অভিযুক্ত দেলাওয়ারহোসাইন সাঈদীর মামলাটিই বেশি এগিয়েগত বছরের ৩ অক্টোবর প্রথম ব্যক্তিহিসেবে সাঈদীর বিচার শুরু হয়প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শুরু হয় ৭ডিসেম্বরসাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাসহ ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করেছেনট্রাইব্যুনালএর আগে গত বছরের ১৪ জুলাই সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালআনুষ্ঠানিক অভিযোগ আমলে নেনএর পর প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়েছে১৫নভেম্বরের মধ্যে এটি শেষ হতে পারে

অন্য মামলাগুলোর মধ্যে সাঈদীরপরেই রয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদেরমোল্লার মামলাটিএ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষেসাফাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে১৫ নভেম্বর সাফাই সাক্ষ্য গ্রহণশুরু হওয়ার কথা রয়েছেজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদকামারুজ্জামানের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পথেছাড়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণশুরু হয়েছে২৭ নভেম্বরের মধ্যে নির্ধারিত ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হতেপারে

জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও বিএনপি স্থায়ী কমিটিরসদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী,জামায়াতের সেক্রেটারি জেনারেল আলীআহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি সরকারের সাবেক মন্ত্রী আবদুল আলীমেরবিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছেজামায়াতের সাবেক সদস্য আবুল কালাম আজাদ ওরফেবাচ্চু রাজাকারের অনুপস্থিতিতে তার বিচার চলছেএছাড়া অন্যদের মধ্যেজামায়াত নেতা মীর কাসেম আলী, আবদুস সুবহান ও এ টি এম আজহারুল ইসলামেরবিরুদ্ধে অল্প সময়ের মধ্যে অভিযোগ গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে

 

 

নিউজরুম

শেয়ার করুন