রুপসীবাংলা, নারায়ণগঞ্জ (১৯ নভেম্বর) :নারায়ণগঞ্জে সোমবার সকালে ইসলামী ছাত্রশিবিরের একটি জঙ্গি মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এসময়নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসিসহ আহত হয়েছে অন্তত ১০জন।
প্রত্যক্ষদর্শীরাজানান, এসময় শিবির ক্যাডারা প্রকাশ্যে পুলিশ সদস্যদের রাস্তায় লাঠিপেটাকরে। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে শিবির ক্যাডারদের ধাওয়া পাল্টা ধাওয়ায়শহরের ২নং রেলগেট ও এর আশপামের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতিনিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়েছে। এসময় বেপরোয়া শিবিরক্যাডাররা পুলিশের একটি গাড়ি ভাংচুর ও অন্য একটি কাপড়ের গাড়িতে আগুন ধরিয়েদেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামীর কারাবন্দী শীর্ষনেতাদের মুক্তি দাবি ও যুদ্ধাপরাধীদের বিচারকে প্রহসনমূলক উল্লেখ করে বিচারবন্ধের দাবিতে সকাল সাড়ে ১০টায় শহরের চাষাঢ়ায় নূর মসজিদের সামনে থেকেনারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের ব্যানারে একটি মিছিল বের হয়। প্রায় ৫শ’রওবেশি লোকের মিছিলটি শহরের ২নং রেলগেট এলাকায় পৌঁছালে সেখানে পুলিশ প্রথমেবাধা দেয়। কিন্তু শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবেইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই শিবির ক্যাডাররা সদরমডেল থানার ওসি মঞ্জুর কাদেরকে বহনকারী পুলিশের গাড়ি ভাংচুর শুরু করে ওথান কাপড় বহনকারী একটি ভ্যানে আগুন ধরিয়ে দেয়। তখন পুলিশ পাল্টা অ্যাকশনেগেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এসময়শিবির ক্যাডারা বিচ্ছিন্নভাবে পুলিশের ওপর বিভিন্ন দিক থেকে হামলা চালায় ওলাঠিপেটা করতে থাকে। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। প্রায় আধাঘণ্টারসংঘর্ষে ২নং রেলগেট ও এর আশপাশের এলাকার রণক্ষেত্রের রূপ নেয়। বন্ধ হয়ে যায়এলাকার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। শিবির ক্যাডাররা তখন ৪-৫টিযানবাহন ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ওরাবার বুলেট নিক্ষেপ করে। তবে তাৎক্ষণিক এর সংখ্যা জানা যায়নি। বেলা সোয়া১১টার দিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আসলে শিবির ক্যাডাররা ছত্রভঙ্গ হয়েপড়ে। এরপর পরিস্থিতি শান্ত হয়।
সংঘর্ষে সদর মডেল থানার ওসি মঞ্জুরকাদের, এএসআই আলমগীর ও কনস্টেবলসহ অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।তাদেরকে শহরের ১০০শয্যা ও ২০০শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, সংঘর্ষ যখন চলছিল, তখন ২নং রেলগেটের মাত্র শত গজ দূরে জেলা বিএনপিকার্যালয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যেকেক কাটার আয়োজনও চলছিল।তবে শিবির-পুলিশ সংঘর্ষের কারণে ওই অনুষ্ঠান বিলম্ব হয়।দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, পুলিশ মিছিল বাধা দেওয়ার জন্য সামনে এগিয়ে আসা মাত্র অতর্কিত হামলা চালানো হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর এ ধরনের এক ঘটনায় নারায়ণগঞ্জে ১৮ দলের একটিকর্মসূচিতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়।ওই ঘটনার মূলে ছিল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এ দু’টি দলেরনেতা-কর্মীদের উস্কানিতে সেদিন পুলিশ সংঘর্ষে জড়ায়।তারও আগে ১৭ সেপ্টেম্বর বিকেএমইএ নির্বাচনের দিনও শহরে ইসলামী ছাত্র শিবিরের মিছিলে পুলিশ বাধা দিলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
নিউজরুম