রুপসীবাংলা, ঢাকা (১৮ নভেম্বর) :দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের প্রথমবর্ষ এমবিবিএস পরীক্ষার ভর্তি প্রক্রিয়া স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংশ্লিষ্টবিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানান্তরের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতেচেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
রোববার জনস্বার্থে করা এক রিটআবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসানআরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।তিনসপ্তাহের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও প্রতিরক্ষা সচিব, স্বাস্থ্যসেবাঅধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকাবিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালালবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অবপ্রফেশনালকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ।
আদালতে আবেদনের পক্ষে ইউনুস আলী আকন্দ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।ড.মো. ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, “aশুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষাছাড়া আর কোন ভর্তি পরীক্ষা সরকারের নিয়ন্ত্রণে নেই। মেডিকেলের এই ভর্তিপ্রক্রিয়ার উপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ সম্পূর্ণ অবৈধ ও আইনবহির্ভূত।”
নিউজরুম