রুপসীবাংলা, নীলফামারী:২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়নীলফামারী জেলা থেকে ৩৬৯৮৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অন্যদিকে, ইবতেদায়িশিক্ষা সমাপনীতে পরীক্ষয় অংশ নেবে ৩২১৯ জন পরীক্ষার্থী।আগামী ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর পর্যন্ত এ দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলাপ্রাথমিক শিক্ষা কার্যলয় সূত্র জানায়, জেলার ৬ উপজেলার ৮৫টি কেন্দ্রেপরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিশোরগঞ্জ উপজেলার ১৬ কেন্দ্রে ৪৫০৪, জলঢাকার ১৫ কেন্দ্রে ৭০০০, ডিমলার ১৩ কেন্দ্রে ৫৮৮৪, ডোমারের ১৭ কেন্দ্রে৫৬৯৪, নীলফামারী সদরের ১৬ কেন্দ্রে ৮৪৭২ এবং সৈয়দপুর উপজেলার ৮ কেন্দ্রে৪৭০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা জানান, শিক্ষা সমাপনীতে ১৬৯২০ ছেলে ও ২০০৬৫মেয়ে এবং ইবতেদায়িতে ১৩৭৮ ছেলে ও ১৮৪১ মেয়ে পরীক্ষার্থী রয়েছে।
নিউজরুম