নীলফামারীতে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩৬৯৮৫ জন পরীক্ষার্থী

0
263
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, নীলফামারী:২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়নীলফামারী জেলা থেকে ৩৬৯৮৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেঅন্যদিকে, ইবতেদায়িশিক্ষা সমাপনীতে পরীক্ষয় অংশ নেবে ৩২১৯ জন পরীক্ষার্থীআগামী ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর পর্যন্ত এ দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে

 

জেলাপ্রাথমিক শিক্ষা কার্যলয় সূত্র জানায়, জেলার ৬ উপজেলার ৮৫টি কেন্দ্রেপরীক্ষা অনুষ্ঠিত হবেএর মধ্যে কিশোরগঞ্জ উপজেলার ১৬ কেন্দ্রে ৪৫০৪, জলঢাকার ১৫ কেন্দ্রে ৭০০০, ডিমলার ১৩ কেন্দ্রে ৫৮৮৪, ডোমারের ১৭ কেন্দ্রে৫৬৯৪, নীলফামারী সদরের ১৬ কেন্দ্রে ৮৪৭২ এবং সৈয়দপুর উপজেলার ৮ কেন্দ্রে৪৭০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে
 
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা জানান, শিক্ষা সমাপনীতে ১৬৯২০ ছেলে ও ২০০৬৫মেয়ে এবং ইবতেদায়িতে ১৩৭৮ ছেলে ও ১৮৪১ মেয়ে পরীক্ষার্থী রয়েছে

 

 

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন