রুপসীবাংলা, আইসিটি ডেস্ক: এলজি দেশে নিয়ে এল ‘ই২০৪২সি’ মডেলের নতুন এলইডি মনিটর। মূল পর্দা ২০ ইঞ্চি। বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।এফ ইঞ্জিন প্রযুক্তির এ এলইডি মনিটরে সুপার অ্যানার্জি সেভিং ফিচার থাকায় গতানুগতিক এলইডি মনিটরের তুলনায় ৩০ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ী।
এছাড়াও পরিবেশবান্ধব হওয়ার এ মনিটর ‘গ্রিন আইটি সার্টিফিকেশন’ সনদপ্রাপ্ত।এর বৈশিষ্ট্য এইচডি রেজ্যুলেশন, ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও, রেসপন্সটাইম ৫মিলি সেকেন্ড, পর্দার আউটপুট রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০, পিক্সেল পিচ০.২৭৬ মিলি মিটার।
এতে আছে ডি-সাব পিসি ইনপুট সংযোগ সুবিধা। এমুহূর্তে দাম ১১ হাজার টাকা। ঢাকার বিসিএস কমপিউটার সিটি মার্কেট ছাড়াওদেশব্যাপী এলজি এলসিডি পণ্য বিপণনকারীদের কাছে এ মডেল পাওয়া যাবে।
নিউজরুম