আরো দু’বছর ঢাকা টু কানাডা

0
197
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, বিনোদন ডেস্ক: সেপ্টেম্বরে কানাডা থেকে ঢাকায় আসেন অরুণা বিশ্বাসএসেই ব্যস্ত হয়ে হয়েযান অভিনয় নিয়েকিন্তু এ ব্যস্ততা বেশি দিনের নয়ইচ্ছে থাকলেও তিনিব্যস্ত থাকতে পারছেন নাডিসেম্বরেই তিনি চলে যাচ্ছেন আবারও কানাডায়সেখানে তার ছেলে শুদ্ধ থাকেনছেলের কাছেই যাচ্ছেন তিনি

 

এবারঢাকায় এসে বেশ কিছু নাটকে অভিনয় করেছেনবর্তমানে শুটিং করছেন আরিফ খানেরপরিচালনায় একটি ধারাবাহিক নাটকেশ্রাবণ মানে বৃষ্টি নয়নামে আরেকটি মেগাধারাবাহিকের শুটিংও শুরু করতে যাচ্ছেনছয়মাস কানাডা ছয় মাস ঢাকাএই রুটিনেই আছেন তিনিএ বিষয়ে অরুণা বিশ্বাসবলেন আমার মা, ভাই, ভাতিজা, ছেলে সবাই কানাডা থাকেতাই তাদেরছেড়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করা আমার জন্য কষ্টকরতাছাড়া আমি সেখানেফিল্ম বিষয়ে পড়ালেখা করছিঅবসর সময়টাকে কাজে লাগাতে চেষ্ট করি

 

ফিল্মবিষয়ে পড়ালেখা করে নিজের হাতটা যেন আরো একটু শক্ত করে নিচ্ছেন অরুণাবিশ্বাসকারণ শেষ রাসেলকে নিয়ে তিনি তার জীবনের প্রথম চলচ্চিত্র নির্মাণেরপরিকল্পনা করে রেখেছেনএখন শুটিং শুরু করার জন্য অপেক্ষা করছেন
 ছবিটিনিয়ে তিনি বলেন সব কিছুই ঠিক ঠাক আছেএখন শুধু শুটিং শুরু করতে হবেরাজনৈতিক কোন বিষয় এ ছবিতে আসবে নাশিশু রাসেলের নির্মম হত্যা নিয়েই আমরাছবিটা বানাতে চাই

 

আর ফেব্রুয়ারি থেকে শুরু করতে যাচ্ছেন এইআমাদের পৃথিবীনামে নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিংমাধবী ভিলাছিলতার পরিচালনায় সর্বশেষ ধারাবাহিক নাটকতিনি জানান শিল্পীদের অসহযোগিতারকারণে নাটকটি শেষ করতে পারেননি তিনিসেইসব দিক মাথায় রেখেই নতুন নাটকেরশুটিং পরিকল্পনা করছেন এ অভিনেত্রীআরো দুই বছর ঢাকা কানাডা রুটে তাকে আসা যাওয়া করতে হবে নিয়মিত

 

আর এই আসা যাওয়ার মধ্যেই তিনি তার কাজটা করে যেতে চান

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন