রুপসীবাংলা, বিনোদন ডেস্ক: সেপ্টেম্বরে কানাডা থেকে ঢাকায় আসেন অরুণা বিশ্বাস। এসেই ব্যস্ত হয়ে হয়েযান অভিনয় নিয়ে। কিন্তু এ ব্যস্ততা বেশি দিনের নয়। ইচ্ছে থাকলেও তিনিব্যস্ত থাকতে পারছেন না। ডিসেম্বরেই তিনি চলে যাচ্ছেন আবারও কানাডায়।সেখানে তার ছেলে শুদ্ধ থাকেন। ছেলের কাছেই যাচ্ছেন তিনি।
এবারঢাকায় এসে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। বর্তমানে শুটিং করছেন আরিফ খানেরপরিচালনায় একটি ধারাবাহিক নাটকে। ‘শ্রাবণ মানে বৃষ্টি নয়’ নামে আরেকটি মেগাধারাবাহিকের শুটিংও শুরু করতে যাচ্ছেন।ছয়মাস কানাডা ছয় মাস ঢাকা। এই রুটিনেই আছেন তিনি। এ বিষয়ে অরুণা বিশ্বাসবলেন ‘আমার মা, ভাই, ভাতিজা, ছেলে সবাই কানাডা থাকে। তাই তাদেরছেড়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করা আমার জন্য কষ্টকর। তাছাড়া আমি সেখানেফিল্ম বিষয়ে পড়ালেখা করছি। অবসর সময়টাকে কাজে লাগাতে চেষ্ট করি।’
ফিল্মবিষয়ে পড়ালেখা করে নিজের হাতটা যেন আরো একটু শক্ত করে নিচ্ছেন অরুণাবিশ্বাস। কারণ শেষ রাসেলকে নিয়ে তিনি তার জীবনের প্রথম চলচ্চিত্র নির্মাণেরপরিকল্পনা করে রেখেছেন। এখন শুটিং শুরু করার জন্য অপেক্ষা করছেন।
ছবিটিনিয়ে তিনি বলেন ‘সব কিছুই ঠিক ঠাক আছে। এখন শুধু শুটিং শুরু করতে হবে।রাজনৈতিক কোন বিষয় এ ছবিতে আসবে না। শিশু রাসেলের নির্মম হত্যা নিয়েই আমরাছবিটা বানাতে চাই’।
আর ফেব্রুয়ারি থেকে শুরু করতে যাচ্ছেন ‘এইআমাদের পৃথিবী’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং। ‘মাধবী ভিলা’ ছিলতার পরিচালনায় সর্বশেষ ধারাবাহিক নাটক। তিনি জানান শিল্পীদের অসহযোগিতারকারণে নাটকটি শেষ করতে পারেননি তিনি। সেইসব দিক মাথায় রেখেই নতুন নাটকেরশুটিং পরিকল্পনা করছেন এ অভিনেত্রী।আরো দুই বছর ঢাকা কানাডা রুটে তাকে আসা যাওয়া করতে হবে নিয়মিত।
আর এই আসা যাওয়ার মধ্যেই তিনি তার কাজটা করে যেতে চান।
নিউজরুম