এশিয়ার উদ্দেশে ওবামার ঐতিহাসিক যাত্রা

0
299
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, আন্তর্জাতিক ডেস্ক: :মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে রোববার এশিয়ার উদ্দেশে যাত্রা করছেন

 

তিনিথাইল্যান্ড, মিয়ানমার ও কম্বোডিয়া সফর করবেনসাবেক সেনাশাসিত মিয়ানমারেওবামার সফর ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণমিয়ানমার সফরে ওবামা দেশটিকেগণতন্ত্র পুনর্নঠনের ব্যাপারে চাপ দেবে বলে আশা করছে হোয়াইট হাউজ

ওবামারসফরসঙ্গী মার্কিন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস সাংবাদিকদেরবলেন, “গণতান্ত্রিক পুনর্গঠনের ব্যাপারে আলোচনার পাশাপাশি আমরা বার্মায়চলমান গোষ্ঠীগত সহিংসতার বিষয় নিয়েও কথা বলব
উল্লেখ্য, ওবামা প্রশাসন এখনো মিয়ানমারকে বার্মা নামেই অভিহিত করে
ওবামাপ্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক বন্ধন ভঙ্গ করার জন্য মিয়ানমারকে চাপদেবে বলে জানান রোডসসফর শেষে বুধবার ওয়াশিংটন ফিরবের ওবামা

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন