শীর্ষে থাকা দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি

0
401
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার পয়েন্ট হারিয়েছে শীর্ষে থাকা দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিপুঁচকে নরউইচ সিটির বিপক্ষে ১-০ গোলে হেরেছে ম্যানইউঅন্যদিকে ওয়েস্ট ব্রমউইচ ২-১ গোলে হারিয়ে দিয়েছে চেলসিকেদুই জায়ান্টের হারের দিনে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৫-০ গোলের জয়ে তৃতীয়স্থান থেকে তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছে ম্যানচেস্টার সিটি

 

দুই আর্জেন্টিনা তারকা সার্গিও আগুয়েরো ও কার্লোস তেভেজের জোড়া গোলের সুবাদে অবনমন ঝুঁকিতে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে বড় জয় তুলে নেয় কোচ রবার্তো মানচিনির শিষ্যরানিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বিরতির আগে প্রতিপক্ষের জালে একবারই বল পাঠাতে পেরেছিলো ম্যানসিটি৪৩ মিনিটে ডেভিড সিলভার গোলে ১- ০ তে এগিয়েযায় তারা

 

৫৪ ও ৬৫ মিনিটে দুটি পেনাল্টি গোলের সুবাদে ব্যবধান ৩-০তে উন্নীত করে স্বাগতিকরাস্পটকিক থেকে গোল দুটি করেন যথাক্রমে সার্গিও আগুয়েরো ও কার্লোস তেভেজ৬৭ মিনিটে তেভেজের পাসে দলকে চতুর্থ গোল উপহার দেন আগুয়েরোআর ৭৪ মিনিটে সামির নাসরির পাসে তেভেজের গোলে ৫-০ গোলের জয় তুলে নেয় স্বাগতিকরা১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ফের শীর্ষস্থানে উঠে আসে ম্যানসিটিঅন্যদিকে ১৮তম স্থানে থাকা অ্যাস্টন ভিলার সংগ্রহ ১২ ম্যাচে নয় পয়েন্ট

 

এদিকে অবনমনের শঙ্কায় থাকা থাকা নরউইচ সিটি নিজেদের মাঠের সুবিধা নিয়ে বধ করে জায়ান্ট ম্যানইউকে৬০ মিনিটে হ্যাভিয়ের গ্যারিডোর পাসে জয়সুচক গোলটি করেন আইরিশ মিডফিল্ডার অ্যান্থনি পিলকিংটনএ জয়ে সাময়িকভাবে অবনমন ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত হয়েছে নরউইচ সিটি১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে ক্যারৌ রোডের দলটিতালিকায় দ্বিতীয়স্থানে নেমে যাওয়া ম্যানইউর সংগ্রহ ১২ ম্যাচে ২৭

 

এদিকে প্রতিপক্ষের মাঠ দ্য হ্যাওথ্রোনসে ১০ মিনিটেই আইরিশ স্ট্রাইকার শেন লংয়ের গোলে পিছিয়ে পড়ে চেলসিতবে বিরতির আগেই সমতায় ফিরতে সক্ষম হয় তারা৩৯ মিনিটে বেলজিয়াম মিডফিল্ডার ইডেন হ্যাজার্ডের গোলে সমতায় ফেরে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতবে ৫১ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার ওদেমউইঙ্গির গোলে শেষ পর্যন্ত জয় ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের কাছে ২-১ গোলে হার মেনেই মাঠ ছাড়তে হয় কোচ ডি মাত্তেওর শিষ্যদের

 

এই জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে উঠে এসেছে ওয়েস্ট ব্রমউইচঅন্যদিকে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে চেলসি

 

অন্যদিকে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে পিছিয়ে পড়েও টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে আর্সেনাল১০ মিনিটে ইমানুয়েল আদেবায়োরের গোলে এগিয়ে যায় টটেনহ্যামতবে বিরতির আগেই প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠাতে সক্ষম হয় স্বাগতিকরা ৩-১২৪ মিনিটে মার্তেসেকারের গোলে সমতায় ফেরে আর্সেনাল৪২ মিনিটে লুকাস পোডলস্কি ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গিরাউড (৪৫+১ গোল করেন

 

৬০ মিনিটে ক্যাজোরোলার গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় কোচ আর্সেন ওয়েঙ্গারের দলতবে ৭১ মিনিটে টটেনহ্যামের পক্ষে ব্যবধান কমান বেলি (৪-২)ম্যাচের অন্তিম মুহূর্তে থিও ওয়ালকটের গোলে ৫-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরাএ জয়ে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে উঠে আসে আর্সেনালসমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টমস্থানে রয়েছে টটেনহ্যাম 

 

দিনের অপর ম্যাচে ল্ইু সুয়াজের জোড়া গোলে লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে উইগান অ্যাথলেটিকসবগুলো গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে৪৭ ও ৫৮ মিনিটে গোল করেন সুয়ারেজ৬৫ মিনিটে উইগানের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকেন হোসে এনরিকএই জয়ে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় ১১তম স্থানে উঠে আসে লিভারপুলঅন্যদিকে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে উইগান অ্যাথলেটিক

 

.নিউজরুম

 

 

 

শেয়ার করুন