রুপসীবাংলা, বরিশাল(১৮ নভেম্বর) থেকে: সোমবার বৃহত্তর বরিশাল পুরোটাই একটি মাঠে পরিণত হবে। খালেদা জিয়ার সমাবেশের বক্তব্য শুনতে শুধু বেলস পার্ক নয়, একই আগ্রহে অপেক্ষা করছে বরিশাল বিভাগের প্রতিটি আনাচ-কানাচ। এসব কথা বলছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
সোমবারের সমাবেশকে সামনে রেখে রোববার দুপুরে বরিশাল সার্কিট হাউজে ১৮ দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।নোমান বলেন, “আন্দোলন সর্বাত্মক পর্যায়ে নিয়ে যেতে এই সমাবেশ বিশাল অবদান রাখবে।”
“এ যাবৎ যতোগুলো সমাবেশ আমরা করেছি, সেগুলো মহাসমাবেশে পরিণত হয়েছে। এটি বিএনপির সাংগঠনিক শক্তির কারণে হয়নি, বরং মানুষ নিজেদের প্রত্যাশা থেকে এসেছে।”নোমান বলেন, “সরকারের সর্বাঙ্গে পচন ধরেছে। প্রশাসন ভেঙে পড়েছে। অপদার্থ এই সরকারকে দিয়ে জনগণের সংকট দূর করা সম্ভব নয়। তাই বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট প্রয়োগ করে তাদের সরাতে হবে।”
তিনি বলেন, “নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি। তারা সহযোগিতা করছে। আর আওয়ামী লীগ আমাদের সাহায্য করবে বলেছে। আশা করি, তারা কথা ও কাজের মিল রাখবে।”তিনি বলেন, “আমাদের আক্রমণ না করলে, নিজে থেকে একটু দূরে থাকলে এবং আমাদের লোকজনকে আসতে কোনো বাধা না দিলেই আমাদের সাহায্য করা হবে।”এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সারোয়ার, মেজর (অব) হাফিজউদ্দিন বীরবিক্রম, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা, বরিশাল জামায়াতের আমীর অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল প্রমুখ।
নিউজরুম