ফেয়ার ওয়েল দেব আমরা
বর্তমান মেয়রকে
এবারের এম,পি ভোটে
শামীম ভাই ছাড়া
যোগ্য প্রার্থী আছে কে ?
শামীম ভাই আপনি হলেন
আমাদের অহংকার
আপনার মতো যোগ্য লোক
সিংড়া বাসীর দরকার।
তবেই তো আসবে ফিরে
বি,এন,পি সরকার।
বরণ করে নেব তোমায়
সিংড়ার এই আসনে
এই দেশটা চলবে তখন
খালেদা জিয়ার শাসনে।
শামীম ভাই আপনাকে
হতে হবে মন্ত্রী।
বিরোধী দল বলবে তখন কি ব্যাপার ?
শামীম আল রাজি তন্ত্র মন্ত্র জানে নাকি।
শামীম ভাই আপনি হলেন
সিংড়া বাসীর অলংকার
চারিদিকে বাজবে তখন
আপনার নামের ঝংকার।
সংসদে বসে যখন
কথা বলবেন সবার।
গরীব দুঃখির সাধ জাগবে
নতুন করে বাঁচার।
দিনবদলের ধাপ্পা
হাসান হাফিজ,
সর্প হইয়া দংশন করা
ওঝা হইয়া ঝাড়া
রাজনীতি খেইল জমতে আছে
সামনে বিপদ ফাঁড়া।
আয় ডিজিটাল আয় রে
ঘরে ঘরে চাকরি মোয়ার
দিনটা কি বদলায় রে?
মহাজোটে যাচ্ছে শোনা
ভাঙাচুরার সুর
দিনবদলের ধাপ্পাবাজি
এগোলো কদ্দুর?
আগায়নি তা আগায়নি
আমজনতায় জাগায়নি।
সংগ্রহ:
আমারদেশ ভিমরুল