রুপসীবাংলা, ঢাকা (১৪ নভেম্বর : নিরাপদ খাদ্য ও মানসম্পন্ন দ্রব্যসামগ্রী ক্রেতাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে দেশের প্রধান ও বৃহত্তম চেইন সুপার স্টোরস আগোরা।এ লক্ষ্যে আগোরার পরিচালনা কর্তৃপক্ষ রহিম আফরোজ সুপার স্টোরস লি. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডির খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্পর্কিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আহম্মদ ইসমাইল মোস্তফা এবং রহিম আফরোজ সুপার স্টোরস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। নিরাপদ, স্বাস্থ্যসম্মত খাদ্য ও পণ্যমান নিশ্চিত করতে এটাই বাংলাদেশে সরকারি-বেসরকারি (পিপিপি) খাতে অংশীদারিত্বভিত্তিক প্রথম উদ্যোগ।
আগোরা কর্তৃপক্ষ জানান, ১৯৫৭ সাল থেকে দেশের শিল্পপণ্যের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে খাদ্যপণ্যের সত্ত্বের ক্ষেত্রে স্বীকৃতিপ্রাপ্ত বিসিএসআইআর জনস্বাস্থ্য রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। বিসিএসআইআর’র খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট থেকে সর্বাধুনিক ও যুগোপযোগী পরীক্ষাগার সুবিধা গ্রহণ করবে দেশের চেইন সুপার মার্কেট আগোরা। এই পিপিপির ভিত্তিতে আগোরার সকল প্রকার দেশীয় ও আমদানিকৃত ফলমূল, মাছ-মাংস ও পচনশীল খাদ্যদ্রব্যের ব্যাচ ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে মান নিশ্চিত করা হবে।পরীক্ষার মাধ্যমে আরও নিশ্চিত করা হবে যে, এসব পণ্যে মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো উপাদান নেই।
কর্তপক্ষ আরও জানান, বাংলাদেশে জনস্বাস্থ্য ও ক্রেতা স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে বর্তমানে অনেকগুলো সংস্থার কার্যক্রমের ফলে নিরাপদ খাদ্যের ব্যপারে জনসচেতনতা দিন দিন বাড়ছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাস করেছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেছে।আগোরার আশাবাদ, পিপিপি’র ভিত্তিতে নিরাপদ খাদ্য ও মানসম্পন্ন দ্রব্যসামগ্রী ক্রেতার হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ একটি সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে। এর ফলে আগোরা এবং আগোরার অসংখ্য সরবরাহকারী তাদের পণ্যের মান আগাম নিশ্চিত করার জন্য এ সুবিধা গ্রহণ করতে পারবে। যার ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ই উপকৃত হবেন।
নিউজরুম