রুপসীবাংলা, ঢাকা (১৪ নভেম্বর: প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের মধ্য দিয়ে চলতি নবম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হয়েছে।বুধবার বিকেল ৪টায় স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
অধিবেশনেরশুরুতে স্বাগত বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, “সংসদীয়কার্যক্রমে বিরোধী দলের অংশগ্রহণ নীতিগতভাবেই কাম্য। সরকারি ও বিরোধী দলউভয়েরই এটি স্মরণ রাখা প্রয়োজন যে, গণতন্ত্র ও উন্নয়নের মূল চালিকা শক্তিহচ্ছে জনগণ। দেশ ও জনগণের স্বার্থে সকল রাজনৈতিক দলের মতৈক্যে আসা একান্তঅপরিহার্য। আমি মনে-প্রাণে বিশ্বাস করি সংসদীয় গণতন্ত্রের ভিত মজবুত করতেঅবশ্যই প্রধান বিরোধী দল সংসদে যোগদান করবেন।”
স্পিকার এসময় সংসদীয় কার্যক্রমে বিরোধী দরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আবদুলহামিদ বলেন, “আর কিছুদিন পরই আমরা নবম জাতীয় সংসদের শেষ বর্ষে পদার্পনকরব। তাই সংসদ-সদস্য হিসেবে আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য কতটুকু সফলতারসঙ্গে পালন করতে পেরেছি তা মিলিয়ে দেখা দরকার। জনগণের প্রতিনিধি হিসেবেআমরা তাদের কাছে দায়বদ্ধ। তাই জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে সংসদ কার্যকরকরতে হবে। আর সংসদ তখনই কার্যকর হয় যখন সংসদ-সদস্যগণ সক্রিয়ভাবে তাদেরদায়িত্ব পালন করেন। আমি আশা করব সরকারি-বিরোধী দল নির্বিশেষে সংসদ-সদস্যরাসংসদের সকল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবেন এবং সংসদীয় গণতন্ত্রেরঅগ্রযাত্রাকে আরও বেগবান করবেন।”
এরপর স্পিকার বলেন, “স্পিকার হিসেবে আমার মূল দায়িত্ব হচ্ছে সংসদ কার্যক্রম পরিচালনা করা। এক্ষেত্রে সকল সংসদ সদস্যই আমার কাছে সমান”স্পিকারজানান, এখন থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সারা বিশ্বব্যাপি দেখাযাবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের Digital Display Management System (DMS) এর আওতায় ইউএনডিপি’র অর্থায়নে Improving Democracy Through Parliamentary Development (IPD) প্রকল্পের সহায়তায় সংসদ বাংলাদেশটেলিভিশনের অনুষ্ঠান ইন্টারনেটে বিশ্বের যে কোনো ¯হান থেকে দেখা যাবে।
এইলিংকটি বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত থাকবে। লিংক পেতে হলে প্রথমেMicrosoft Silver Light সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইন্টারনেটে প্রবেশ করতেহবে। লিংকটির ই মেইল ঠিকানা হলো- dms-media.parliament.gov.bd।এছাড়া জাতীয়সংসদের ওয়েব সাইট www.parliament.gov.bd তেও দেখা যাবে।
নিউজরুম