পরাগ মণ্ডলকে ৫০ লক্ষ টাকা দিয়ে উদ্ধারের সত্যতা নিয়ে সংশয় (2)

0
135
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (১৪ নভেম্বর) :কেরানীগঞ্জের ব্যবসায়ীপুত্র পরাগ মণ্ডলকে ৫০ লক্ষটাকা দিয়ে উদ্ধারের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীমহীউদ্দীন খান আলমগীরবুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরসম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির ১২তম বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ক একপ্রশ্নের জবাবে তিনি এ সংশয় প্রকাশ করেন

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বাধীন দেশে আইনের শাসন থাকা অবস্থায় এ ধরনের ঘটনা দুঃখজনকআমাদের লক্ষছিলো পরাগকে জীবিত উদ্ধার করা, আমরা করতে পেরেছিআর ৫০ লাখ টাকা দেওয়ার যেবিষয়টি তা কতিপয় কাগজে দেখেছেনএর কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই

 

উল্লেখ্য, গত রোববার সকাল সাড়ে ৭টার দিকে লিপিমণ্ডল (৩৩)তার ছেলে পরাগ ও মেয়েপিনাকীকে (১১) নিয়ে স্কুলে যাওয়ার জন্য প্রাইভেটকারে ওঠার সময় পরাগ মণ্ডলকেঅপহরণ করা হয়দুটি মোটরসাইকেলে করে চারজন লোক লিপি, পিনাকী ও গাড়িচালকনজরুলকে গুলি করে পরাগকে ছিনিয়ে নেয়এ ঘটনার পর মঙ্গলবার রাত১২টার দিকে পরাগকে আঁটিবাজার এলাকার একটি দোকানের সামনে থেকে উদ্ধার করাহয়৫০ লাখ টাকায় অপহরণকারীরা পরাগকে ছেড়ে দেয় বলে গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন