গাদ্দাফি সমর্থকরা সক্রিয় থাকায় লিবিয়ায় ভিসা বন্ধ: রাষ্ট্রদূত

0
197
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (১৪ নভেম্বর):  বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত কামাল আলমাহজাব বলেছেন, “লিবিয়ার গাদ্দাফি সমর্থকরা বাংলাদেশে লিবিয়ার দূতাবাসেরবিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেনওই গাদ্দাফি সমর্থকরা বাংলাদেশে অবস্থানকরছেন এবং এটিএন বাংলার সঙ্গে সম্পৃক্ত হয়ে দূতাবাসের বিরূদ্ধে অপপ্রচারচালাচ্ছেনএই অপপ্রচারের কারণেই লিবিয়া সরকার বাংলাদেশে ভিসা দেওয়া বন্ধরেখেছে

 

বুধবার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন
আলমাহজাব আরও বলেন, ‘‘এ ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যবাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছেএকই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রণালয়কে লিবিয়ায় গিয়ে পরিস্থিতি দেখে আসতে বলা হয়েছেকিন্তুপররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো ভাবেই সায় দিচ্ছে না

 

পররাষ্ট্র, স্বরাষ্ট্র, শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় এবং বায়রাকে লিবিয়া পরিদর্শন করেআসার জন্য প্রস্তাব দেন লিবিয়ার রাষ্ট্রদূতলিবিয়ার অবস্থা এখন ভালো বলেওজানান তিনিতিনি আরও জানান, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়া সফরেরব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নিতিনি বলেন, “দূতাবাস কোনো রকমভুয়া ভিসা দেয় নাএর আগেও দেয়নি, পরেও দেবে নাকিন্তু গাদ্দাফির সমর্থকরাবাংলাদেশিদের অনেক ভুয়া ভিসা দিচ্ছেনসংবাদ সম্মেলনে এর প্রমাণও দেখান তিনি

তিনিআরও বলেন, “ভুয়া ভিসা নিয়ে লিবিয়ায় গেলে ওখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবেতাই সরাসরি সরকারি মাধ্যমে ক্লিয়ারেন্স না পেলে কাউকে লিবিয়ায় বাংলাদেশিভিসা দেওয়া হবে নাসম্প্রতি আটক তিনজন লিবিয়ান প্রসঙ্গে তিনিপ্রশ্ন তুলে বলেন, তাদের কাছে বাংলাদেশের বেশ কিছু পাসপোর্ট ধরা পড়েছে 

 

 

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন