১৮ ডিসেম্বর শুরু হবে স্থগিত হয়ে থাকা ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা

0
187
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা ঢাকা:স্থগিত হয়ে থাকা ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়েরলিখিত পরীক্ষা ১৮ ডিসেম্বর শুরু হবেমঙ্গলবার রাতে সরকারী কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন এ কথা জানিয়েছেন
তিনি জানান, “আগামী ১৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবেতবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া

 

হবে

উল্লেখ্য, গত ৭ অক্টোবর এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলকিন্তু একদিন আগেই ঢাকাসহবিভিন্নস্থানে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়লে বিভ্রান্তি থেকেপ্রার্থীদের রক্ষা করতে পরীক্ষা স্থগিত করা হয়এবারের ৩৩তম বিসিএসআবশ্যিক লিখিত পরীক্ষায় মোট চাকরি প্রার্থীর সংথ্যা হচ্ছে- ২৮ হাজার ৮১৭জনএর আগে চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি পরীক্ষায় অংশনিয়েছিলেন রেকর্ডসংখ্যক ১ লাখ ৯৩ হাজার ৫৯ জনগত ১ জুন ৬ বিভাগের ১৪২টিকেন্দ্রে অনুষ্ঠিত হয় ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

 

এর আগে২৯ ফেব্রুয়ারি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি৮ মার্চ থেকে ৭এপ্রিল পর্যন্ত এ পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ ও ফি জমা নেওয়াহয়নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে টাকা জমা দিতে না পারা ১১হাজার ৫৭৩ জন আবেদনকারীও আদালতের নির্দেশনা অনুযায়ী টাকা জমা দিয়ে পরীক্ষায়অংশ নেনএবার বিসিএস (প্রশাসন) ক্যাডারে ৩০০, পুলিশ ৮৯, কর ৬৯, পররাষ্ট্র ১৬ জনসহ সাধারণ ক্যাডারে ৫৮২ জন নিয়োগ দেওয়া হবেপ্রফেশনাল/কারিগরি ক্যাডারে দুই হাজার ৫৭২ জন চিকিসকসহ দুই হাজার ৯০৫ জনকেনিয়োগ দেবে সরকারবিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে শিক্ষক হিসেবে ৬০৭ জন ওশিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ১১২ জন নিয়োগ পাবেন
জানা গেছে, এরআগে ৩১তম বিসিএসে সর্বোচ্চ ১ লাখ ৬৩ হাজার ৫০০ জন চাকরি প্রার্থী আবেদনকরেছিলমাঝে ৩২তম বিশেষ বিসিএস পরীক্ষায় ২৪ হাজার, ৩০তম বিসিএস পরীক্ষায় ১লাখ ৪৭ হাজার ৯৮৮ জন, ২৯তম বিসিএস পরীক্ষায় সোয়া এক লাখ প্রার্থী ও ২৮তমবিসিএস পরীক্ষায় ১ লাখ ১৫ হাজার ১৬৩ জন অংশ নেন২৭তম বিসিএস পরীক্ষায় অংশনিয়েছিলেন ৯০ হাজার চাকরি প্রার্থী

 

 

 

আপলোড, ১৪ নভেম্বর,২০১২

 

শেয়ার করুন