“তত্ত্বাবধায়ক সরকার বিল আনা হলেই বিএনপি সংসদে যাবে”: চিফ হুইপ

0
192
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (১৪ নভেম্বর) :সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল আনা হলেই কেবলবিএনপি সংসদে যাবেবলে জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুলআবদিন ফারুকএটি যদি আজকে আনা হয় তবে সন্ধ্যার পরেই বিএনপি সংসদে যাবে বলেজানান তিনিবুধবার জাতীয় প্রেসক্লাবে চত্বরে বাংলাদেশরিপাবলিকান ফোরামআয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যেতিনি এসব কথা বলেন

 

 বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলেরসিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাপ্রত্যাহার ও যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নিঃশর্তমুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়তিনি উল্লেখ করেন, আগামী ২৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশে চেয়ারপার্সন খালেদা জিয়া বক্তব্য রাখবেন

 

প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিএনপি-কে হাসিনা এখনো চেনেন নাইযতই চেষ্টা করেন না কেন জোট ভাঙ্গতে পারবেন নাআপনার পরিণতি এরশাদের চেয়েওকরুণ হবেতিনি আরো বলেন, “জামায়াত শিবিরের ওপর যদি এতই ক্ষুব্ধথাকেন তাহলে তাদের নিবন্ধন বাতিল করুন, তাদের নিষিদ্ধ ঘোষণা করুনতবু দেশেরাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনুন

 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফারুক বলেন, দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “আশরাফুলের বক্তব্যে সংসদ মাছবাজারে পরিণত হয়েছেস্বরাষ্ট্রমন্ত্রীমহিউদ্দিন খান আলমগীর ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামেরবক্তব্যের সমালোচনা করে ফারুক বলেন, “আপনাদের মুখ ও অন্তরের কথা এক নয়

 

 পায়ের তলায় মাটি নেই বলেই আপনারা নানা কথা বলছেনসংগঠনের সভাপতিআবুল কালাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যেবক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপি সদস্য সচিব আবদুস সালাম, নির্বাহী কমিটিরসদস্য রফিক শিকদার, সংসদ সদস্য শাম্মী আখতার প্রমুখ

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন