আশরাফুল ইসলাম আশরাফ, বড়াইগ্রাম (১৪ নভেম্বর):
নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোলে বুধবার জলবায়ু অভিযোজন বিষয়ে তৃণমূল পর্যায়ে সচতনতামুলক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসারকারী সংস্থা অক্সফাম, সিএসআরএল, গ্রো এবং উরোপিয়ান ইউনিয়নের সহযোগীতায় বড়াইগ্রাম উন্নয়ন সোসাইটি এর আয়োজন করে।
স্থানীয় চায়নাক্যাম্পে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনঃ কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক দিনব্যাপি কর্মশালায় প্রামিত্মক চাষী, আদিবাসী, মৎস্যজীবি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সুধী এবং সাংবাদিকসহ ৯০ প্রতিনিধি অংশ গ্রহণ করে। বড়াইগ্রাম উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ডিএম আলমের সঞ্চালনায় ওই কর্মশালায় উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম, মূল আলোচক ছিলেন অক্সফাম প্রতিনিধি প্রদীপ কুমার, প্রকাশ চন্দ্র ধর রওশনারা শ্যামলী, জাকির হোসেন, জাহিদ সরকার প্রমূখ।
সম্পাদনা, আলীরাজ/ রাফি, নিউজরুম