রুপসীবাংলা স্পোর্টস ডেস্ক: ওয়ালটন রেফ্রিজারেটর জাতীয় ক্রিকেট লিগে বরিশাল ওঢাকা মেট্রোর খেলায় চট্টগ্রামে ওয়ালটনের এনরয়েড মোবাইল জিতলেন আজাদীরসাংবাদিক মোহাম্মদ নজরুল।চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে তৃতীয়রাউন্ডের খেলায় বরিশালকে তৃতীয় দিন হারিয়ে দেয় ঢাকা মেট্রো। খেলা শেষেলটারি করে উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে একজনকে ওয়ালটন এনরয়েড মোবাইলপুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিজয়ী আজাদীর নজরুলের হাতে পুরস্কার তুলে দেনচট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী আব্বাস।
দর্শকদেরজন্যও পুরস্কারের ব্যবস্থা রেখেছে ওয়ালটন। খেলা দেখার পাশাপাশি একটিস্মার্ট ফোনও জিতে নিতে পারেন। চট্টগ্রামের জনৈক দর্শক মোহাম্মদ শফিকওয়ালটনের স্মার্ট মোবাইলফোন সেট জিতেছেন।শফিকের হাতে ওয়ালটনের সৌজন্যেপুরস্কার তুলে দেন দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ. জ. মনাছির উদ্দিন।রংপুর ক্রিকেট গার্ডেনে রাজশাহী ও স্বাগতিক রংপুরেরম্যাচে স্মার্ট ফোন জিতেছেন বেসরকারী টিভি চ্যানেল আইয়ের ক্যামেরাম্যানআরমান আলী। স্থানীয় মডার্ণ ক্লিনিকের কর্মচারি আশরাফ আলী দর্শকদের মধ্যেলটারিতে পেয়েছেন আরেকটি স্মার্টফোন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন ওয়ালটনের এরিয়া ম্যানেজার দেলোয়ার হোসেন, ম্যানেজার মাহবুব আলম, সাংবাদিক মেরিনা লাভলী ও আবুল কালাম আজাদ তখন উপস্থিত ছিলেন।
সিলেটবিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের রোববারের খেলায় লটারিতে ওয়ালটনেরস্মার্ট ফোন জিতেছেন স্থানীয় দৈনিক প্রথম সুর্যদয়ের আমিনুল ইসলাম।
দর্শকহিসেবে এখানে ওয়ালটনের আরেকটি মোবাইল ফোন জিতে নেন ফেরদৌস আহমদ।বগুড়াশহীদ চাঁন্দু স্টেডিয়ামে দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার তাফাজ্জল হোসেনপেয়েছেন মোবাইলফোন। খেলা শেষে জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক তারহাতে পুরস্কার তুলে দেন। দর্শকদের ভেতরে মোবাইল ফোনটি জিতেছেন আবু হাসান।ভেন্যু ম্যানেজার জামিলুর রহমানের কাছ থেকে ফোনটি নেন তিনি।
আপলোড, ১২ নভেম্বর, উজরুম