রুপসীবাংলা অর্থনীতি ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১০টা ৩৫মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৭ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়।
এরপর বেলা ১১টার সময় সূচক সর্বোচ্চ ৩৪ পয়েন্ট বাড়ে।কিন্তু বেলা সাড়ে ১১টার পর থেকে সূচক কমতে থাকলেও পজেটিভ অবস্থানে থাকে।দুপুর পৌনে ১২টার সময় সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৬৮ পয়েন্টে অবস্থান করে।তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে সূচক নিম্নমুখী হতে থাকে।দিনশেষে ডিএসই’র সাধারণ সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ২২৩ পয়েন্টে।
ডিএসইতে সোমবার লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৯১ টির, কমে ১৬১ টির ও অপরিবর্তিত থাকে ১৬টি প্রতিষ্ঠানের। সোমবার দিনশেষে লেনদেন হয়েছে মোট ২৪৭ কোটি ৮৬ লাখ টাকা।লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, যমুনা অয়েল, আরএন স্পিনিং, এসআইবিএল, তিতাস গ্যাস, সায়হাম টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।
অন্যদিকে সোমবার লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২৩০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ২৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।
সিএসইতে সোমবার লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৫১টির, কমে ১১৯টির ও অপরিবর্তিত থাকে ১৫টি প্রতিষ্ঠানের।
আপলোড, ১২ নভেম্বর, নিউজরুম