বিবিসি’র বার্তা বিভাগের পদত্যাগ

0
198
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা আন্তর্জাতিক ডেস্ক: বিবিসিমহাপরিচালকের পর এবার পদত্যাগ করলেন বার্তা বিভাগের পরিচালক (হেড অব নিউজ) হেলেন বোডেন ও সহকারী পরিচালক স্টিভ মিশেলসোমবার তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন

 

একরাজনীতিককে জড়িয়ে আপত্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে শনিবার আন্তর্জাতিকএই সংবাদ সংস্থার মহাপরিচালকের পদ থেকে ইস্তফা দেন জর্জ এন্টুইসেল

 

তারপদত্যাগের বিষয়ে বিবিসি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নাজানালেও কয়েক ঘন্টার মধ্যেই আরো দুই উর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগের বিষয়েআনুষ্ঠানিকভাবে জানাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র

 

 

 

আপলোড, ১২ নভেম্বর, নিউজরুম

 

শেয়ার করুন